রংপুরের মাহিগঞ্জে ‘শ্বশুরের দেওয়া’ কেরোসিনের আগুনে দগ্ধ সালমা আক্তার (২৪) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতরাত ৮ টা পর্যন্ত সালমা বেগমের লাশ রংপুরে এসে পৌঁছায়নি। স্বজনেরা লাশের অপেক্ষায় রয়েছেন। নিহতের মা হত্যাকান্ডের ন্যায় বিচার চেয়েছেন। পুলিশ বলছে আসামিরা পলাতক, গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ও সালমার পরিবার সূত্রে জানা গেছে, সালমা ভালোবেসে একই এলাকার আক্তার হোসেনের ছেলে স্বপন মিয়াকে চার বছর আগে বিয়ে করেন। তাদের ঘরে ২২ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্নভাবে তাকে নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সকালে শ্বশুর আক্তার মিয়া ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে চায়। এ সময় সালমা বেগম বাধা দিলে তার শরীরেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালমা মারা যান। সালমার গায়ে আগুন লাগার ঘটনায় তার মা নুরজাহান বেগম বাদী হয়ে আক্তার হোসেনসহ কয়েকজনকে আসামি করে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি মামলা করেছেন। এরপর থেকে সালমার শ্বশুর ও বাড়ির অন্যান্যরা গা ঢাকা দিয়েছেন। সালমার মা নুরজাহান বেগম বলেন,‘মেয়ের হত্যার বিচার চাই। পাষন্ডরা আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। এদিকে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ এলে আইনি প্রক্রিয়া শেষে দাফনের ব্যবস্থা করা হবে।
শিরোনাম
- গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো
- গোপালগঞ্জে কমিটি ঘোষণার পর এনসিপি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ
- ২০০৮ সালের অবৈধ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : দুলু
- মুরাদনগরে হত্যাকাণ্ড; ২ দিনেও নেই মামলা-গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ
- হাসপাতালে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ডাকাত, স্ত্রী গ্রেফতার
- এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয় : জ্বালানি উপদেষ্টা
- ১৯৭৪ সালের চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয়া
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৮৭
- রাজধানীতে গৃহকর্মীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- এক লাখ শিক্ষক নিয়োগ, প্রার্থীদের জন্য এনটিআরসিএ’র সুখবর
- তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়া নিয়ে যা বলল চীন
- যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়েও বহু প্রবাসী গ্রেফতার
- দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টারে ফুটে উঠবে জুলাই’র অনিবার্যতা : উপদেষ্টা আসিফ
- ৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ হাজার ৭৭৮ জনের : সেভ দ্য রোড
- সিকৃবিতে শহীদ স্মরণে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন
- বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের
- গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, লুকিয়ে দাফনের সময় পুলিশের হানা
- বোমার আঘাতে ১০ বার গৃহহারা, শেষ আশ্রয়েই খুন হন বাবা ও ভাই
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান