বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় চারজনের ফাঁসি

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা ও কিশোরগঞ্জে দুটি হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের খবর- কুমিল্লা : পরিবহন মালিক সমিতির নেতা রেজাউল করিম ওরফে রাজা মিয়া হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন গতকাল এ রায় দেন। রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তিরঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল, একই গ্রামের রেজাউল করিম রাজা মিয়ার স্ত্রী আলো আক্তার ও চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণ পাড়ার আবদুস সামাদ ওরফে সামাদ সরকারের ছেলে মো. রাশেদ। কিশোরগঞ্জ : রিকশাচালককে পুড়িয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক গতকাল এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ২ লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়। মামলার অন্য তিন আসামি আবির হোসেন ওরফে জনি, আলমগীর ও সাজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার কার্যক্রম চলছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। কক্সবাজার : নারী নির্যাতন মামলায় গতকাল ইমরান নামে এক আসামির যাবজ্জীবন কারাদন্ড ও ২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। দন্ডিত আসামি ইমরান ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আবদুল গণির ছেলে।

সর্বশেষ খবর