মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সুবিধাবঞ্চিত মানুষ পেল স্বাস্থ্যসেবা

শেরপুর প্রতিনিধি

ভারতের মেঘালয় ছুঁইছুঁই শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীর রাণী শিমুল ইউনিয়নের হাঁসধরা গ্রাম। কাঁচাপাকা সরু সড়কের এই গ্রামের মানুষের কৃষিই একমাত্র ভরসা। বিশাল এলাকাজুড়ে হাজার হাজার বাঙালি ও আদিবাসী কৃষক পরিবারের বসবাস। আশপাশে চিকিৎসা ব্যবস্থা ভালো নেই। এই এলাকার কয়েক হাজার সুবিধাবঞ্চিত মানুষ ঢাকার শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির কল্যাণে পেল স্বাস্থ্য সেবা। ঈদের পরের দিন গতকাল দিনব্যাপী ওই এলাকার হালিমা আহসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত দুই ডজন চিকিৎসক বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। স্থানীয়রা এই ধরনের আয়োজনকে গরিবের জন্য ঈদের বিশেষ প্রাপ্তি বলেছেন সমিতির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব সমুদ্র বিজয়ের নায়ক  খোরশেদ আলম। তিনি এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একান্ত সচিব ও সমিতির সা: সম্পাদক ড. আশরাফ আলী, ইবনে সিনা হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাকির  হোসেন। বার্ণ ও প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ ডাক্তার শরিফুল ইসলাম ও লন্ডন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাজুস নেতা ইকবাল হাসান এই মহতী আয়োজন করেন। উল্লিখিত সবার বাড়ি এই উপজেলায়। সকাল থেকেই হাজারো নারী, পুরুষ, শিশু আসেন চিকিৎসা নিতে। বিনা মূল্যে এই বড় বড় ডাক্তার দেখাতে পেরে মানুষজন খুশি হয়েছেন। দেওয়া হয়েছে বিনা মূল্যে কয়েক লাখ টাকার ওষুধ। চিকিৎসা নিতে আসা ষাটোর্ধŸ মহিরণ জানিয়েছে অনেক দিন ধরে আমার অসুখ। টাকার অভাবে ডাক্তার ওষুধ পাই না। ডাক্তার ওষুধ সবই পাইছি। সোলাইমান অমি ম্রং, সবিতা, জাহেদরা জানিয়েছে পরবর্তীতে উনারা আরও ওষুধ দেবেন বলেছেন। চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাকির হোসেন, বার্ণ ও প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ ডাক্তার শরিফুল ইসলাম জানিয়েছেন যাদের উন্নত চিকিৎসার দরকার, তারা যোগাযোগ করলে নিয়ে যাওয়া হবে বড় হাসপাতালে। সমিতি ও ভুক্তভোগীর সীমিত খরচের মধ্যে উনাদের উন্নত আধুনিক সেবা দেওয়া হবে বলে পরামর্শ দেওয়া হয়েছে। জটিল রোগীদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। সচিব ও সমিতির সা: সম্পাদক ড. আশরাফ আলী বলেছেন এই ধরনের ক্যাম্প জেলা জুড়ে আরও করা হবে। সমিতির সভাপতি মো.  খোরশেদ আলম কালা বলেন, আমাদের সীমান্তবর্তী  গারো পাহাড়ি এলাকার মানুষ অবহেলিত। এ ধরনের সেবা চালিয়ে যেতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

 

সর্বশেষ খবর