শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পর্যটকের পদচারণে মুখর রিভারভিউ পর্যটন কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি

ঈদের ছুটি শেষ হলেও এখনো হাজার হাজার পর্যটকের পদচারণে মুখর বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী তীরের রিভারভিউ পর্যটন কেন্দ্র। দেশের নতুন এই পর্যটন কেন্দ্রে একসঙ্গে বিশাল জলরাশি, নৌভ্রমণ, নীল আকাশ, সুর্যাস্ত দেখাসহ সুন্দরববনের সান্নিধ্য পেতে প্রতিদিন ভীর করছে মানুষ। স্থানীয় প্রশাসন বলছে ঈদের ছুটিতে এখানে ১ লাখ পর্যটকের সমাগম ঘটেছে। বাগেরহাটের শরণখোলা উপজেলাবাসীকে ঝড়-জলোচ্ছাস থেকে রক্ষায় সরকার বিশ্ব ব্যাংকের অর্থায়নে বলেশ্বর নদীর তীরে কনক্রিটের ব্লক দিয়ে উচু টেকসই বাঁধ নির্মাণ করেছে। ১২ কিলোমিটার দীর্ঘ বাঁধে কনক্রিটের ব্লকে দৃষ্টিনন্দন রং করে বেঞ্চ, দোলনা, বিচ খাট, ছাতাসহ নানা বিনোদনসামগ্রী দিয়ে গড়ে তোলা হয়েছে রিভারভিউ পর্যটন কেন্দ্র। পর্যটকরা পাচ্ছেন কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতের ছোয়া। স্পিড বোটে এখান থেকে ১০ মিনিটে সুন্দরবন যাওয়া যাচ্ছে। পর্যটকের বাড়তি বিনোদনের জন্য রয়েছে ঘোড়ারগাড়ি, নৌভ্রমণের জন্য নৌযান ও স্পিডবোট। আছে ইকো-প্যারাডাইস নামে একটি আধুনিক রেস্ট্রুরেন্ট ও রিসোর্ট।

সর্বশেষ খবর