রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

নবজাতকসহ দুই প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যু

প্রতিদিন ডেস্ক

নবজাতকসহ দুই প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ করেন স্বজনরা

ফরিদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় নবজাতকসহ দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে মারা যায় সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর প্রসব করা সন্তান। নবজাতকের মৃত্যুর এক দিন পর মারা যান মাও। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। গৃহবধূ সুমি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিল্লাল হোসেনের স্ত্রী। গৃহবধূর পরিবার জানায়, সুমির প্রসববেদনা উঠলে স্বজনরা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সিজার করার জন্য বৃহস্পতিবার রাতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন থিয়েটার নেওয়ার পর বলা হয়  গর্ভে বাচ্চা উল্টো আছে এবং তার পেটে টিউমার রয়েছে। সিজার করার সময়  বাচ্চাকে কয়েক টুকরো করে কেটে বের করা হয়। পর দিন মারা যান সুমি আক্তার। হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, এ ঘটনায় ডাক্তারদের কোনো অবহেলা ছিল কি না জানার চেষ্টা চলছে। কারও অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকালে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মারা যাওয়া প্রসূতির নাম শাহিদা আক্তার খুকি (২৩)। তিনি কসবা উপজেলার প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান জানান, খুকির নরমাল ডেলিভারি করেছেন ডা. ফারিয়া সুলতানা। তার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন রোগীর অবস্থা ভালোই ছিল। ডেলিভারির একপর্যায়ে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকের অবহেলায় মারা যাননি বলেও দাবি করে তিনি। আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর