বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মামলা তুলে না নেওয়ায় তিন নারীকে নির্যাতন

ঝালকাঠি প্রতিনিধি

নলছিটিতে মামলা তুলে না নেওয়ায় এক তরুণী ও তার মা-বোনকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় গতকাল নয়জনকে আসামি করে থানায় মামলা দিয়েছেন ভুক্তভোগী তরুণী। এর আগে গত সোমবার দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তিনজন হলেন- ওই গ্রামের মজিবর বিশ্বাসের মেয়ে আহত ইতি আক্তার, ইতির মা শাহিনুর বেগম ও বোন ঝুমুর। তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, কিছুদিন আগে একই বাড়ির বাবুল বিশ্বাসের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ইতি। ওই মামলায় ৭ মে আদালত থেকে জামিন পেয়ে বাবুল বাড়ি এসে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন। মামলা না তোলায় গত সোমবার দুপুরে বাবুলের স্ত্রী রুনু গালাগাল দিতে থাকেন ইতিকে। প্রতিবাদ করলে ইতি ও তার মা-বোনকে টেনে বাবুলের ঘরে নিয়ে যায় আসামিরা। সেখানে রড, লাঠি ও রামদার উল্টো পিঠ দিয়ে তাদের পিটিয়ে জখম করা হয়।

সর্বশেষ খবর