রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

যমুনায় পানি বৃদ্ধি, গতি নৌপথে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

যমুনায় পানি বৃদ্ধি, গতি নৌপথে

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গতি এসেছে নৌপথে। উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে বৈশাখ মাসের শুরুতে শুকিয়ে চর জেগে ওঠা যমুনা নদীতে পানি ঢেউ খেলে যাচ্ছে। আর পানির ঢেউয়ে নদীর ১১২টি চরে নৌ চলাচল শুরু হয়েছে। গত তিন দিন ধরে এই পথে চরের বাসিন্দারা সহজে চলাচল ও চরে উৎপাদিত কৃষি পণ্য শহরের হাটে-বাজারে বিক্রি করতে পারছে। জানা যায়, বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি এ বছর গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রায় শুকিয়ে যায়। নদীজুড়ে পানি ছিল না। বালু চরে ঢেকে যায় নদী বক্ষ। বালুর চর জেগে যাওয়ার কারণে নৌপথগুলো বন্ধ হয়ে যায়। নৌপথ বন্ধ হয়ে গেলে ১১২টি চরের মানুষগুলো দুর্ভোগে পড়ে। চরের জমিতে চাষকৃত ফসল পরিবহনে, অসুস্থ হলে এবং উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। যে কেহ উপজেলা সদরে যোগাযোগ করতে হলে দুর্ভোগের শেষ ছিল না। যমুনাপাড়ের মানুষ বা বাঙালি নদী পাড়ের মানুষরা মোটরসাইকেল, সাইকেল অথবা পায়ে হেঁটে নদী পাড়াপাড় হতো। কৃষক-কৃষানিরা ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি দিয়ে তাদের ফসলাদি, জমির সারসহ সব ধরনের কৃষিপণ্য পরিবহন করত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীর খেয়াঘাটগুলো বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের পদচারণে মুখরিত হয়ে উঠেছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী এবং মালামাল ওঠানামা ও নৌকার শ্যালো মেশিনের শব্দে মুখরিত হতে শুরু করেছে নৌঘাট। পানি বৃদ্ধি পাওয়ায় প্রাণ ফিরেছে উপজেলার কালিতলা, মথুরাপাড়া, দেবডাঙা, পারতিতপরল, রৌহাদহ এবং বাঙালির ছাগলধরা, হিন্দুকান্দি, নারচীসহ ঘাটগুলোতে।

 

সর্বশেষ খবর