কলাপাড়ায় যূথী আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে নিজ বাড়ি থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। যূথী ওই গ্রামের হান্নান মিয়ার মেয়ে ও বিপিনপুর মহিলা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, তার মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।