শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

বিষ দিয়ে ধান খেত নষ্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে পূর্বশত্রুতার জেরে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে সাড়ে চার বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল জেলার ভোলাহাটে উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে। এ ঘটনায় শনিবার থানায় মামরা দায়েরের পর রাতেই আবদুস সামাদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে জানা গেছে, ভোলাহাট উপজেলার নামোমুশরীভূজা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আবদুল আওয়াল উপজেলার বিলভাতিয়া মৌজায় সাড়ে চার বিঘা জমিতে বোরো ধান চাষ করেন।

আর কয়েক দিন পর পাকা ধান ঘরে তোলার উপযোগী হতো। এরই মধ্যে গত ১১ এপ্রিল বিকালে পূর্ব শত্রুতার জেরে একই উপজেলার ইমামনগর গ্রামের মো. আলাউদ্দিন, মো. আবদুস সামাদ, মো. আজাদ আলী, মো. ফারুক হোসেন, মো. হুমায়ন কবির বকুল, মো. আজিজুল হক, মো. শামসুল হক, মো. আবদুল করিমসহ কয়েকজন বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে সব ধান নষ্ট করে দেয়। এসব জমিতে বিঘাপ্রতি প্রায় ২৫ মণ করে মোট ১১২ মণ ধান উৎপাদিত হতো। যার বর্তমান বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার টাকা। এতে তিনি প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে গত ১৩ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। এ ব্যাপারে ভোলাহাট থানার ওসি মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং এজাহারনামীয় আসামি মো. আবদুস সামাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর