জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনার সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন বানচাল করতে বিএনপি যতই ষড়যন্ত্র করুক বঙ্গবন্ধুকন্যা কখনো পিছপা হবেন না। দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চতুর্মাসিক সাহিত্য পত্রিকা ‘বাহে’ আলোকন সংখ্যার মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। হুইপ বলেন, আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন এ দেশের মানুষ। নৌকা মানেই উন্নয়ন। দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ কবি ও সাহিত্যিক মোজাম্মেল বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন- মেহেদী হাসান, শাহ ইফতেখার আহমেদ, ড. সবুজ শামীম প্রমুখ।
উল্লেখ্য, দিনাজপুর প্রেস ক্লাব, ভৈরবী, কৃষ্টিবন্ধন ও জিরো কিলোমিটারের সহযোগিতায় এবং দিনাজপুর রিসার্স ইনিশিয়েটিভ ও বাহে সাহিত্য পত্রিকা পর্ষদের আয়োজনে ‘বাহে’ আলোকন সংখ্যার মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব হয়।