কুষ্টিয়ার খোকসায় সিরাজপুর হাওর নদী খননের মাটি ইটভাটায় বিক্রি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরের গড়াইয়ের অন্যতম শাখা সিরাজপুর হাওর নদী খনন প্রকল্প নেওয়া হয়। নদীর উৎসমুখ থেকে সাড়ে ৬ কিলোমিটার ভাটির পাংশা উপজেলার সীমান্তের গ্রাম কলিমহর পর্যন্ত খননের জন্য প্রায় ৫৩ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়। হাওর নদী পানি ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে জানিপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান হাবিবর রহমান হবির বনিবনা না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়। এক পর্যায়ে চলতি বছরের ২৪ জানুয়ারি কুষ্টিয়ার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে ১৩টি এলসিএস কমিটিকে কার্যাদেশ দেওয়া হয়। হাওর নদী পানি ব্যবস্থাপনা কমিটির তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নের নীতিমালা থাকলেও কর্তৃত্ব চলে যায় জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান মজিদের হাতে। এক্সেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে অপরিকল্পিতভাবে নদীর তলদেশে খাল খনন শুরু করেন। এ ছাড়া নদীর মাটি ইটভাটায় বিক্রি করাসহ নদীপারের সরকারি জমির অবৈধ দখলদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মাটি ভরাট বাণিজ্য করেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিন ঘুরে জানা গেছে, সিরাজপুর হাওর নদীর উৎসমুখের স্লুইস গেট থেকে চর দশকাহুনিয়া গ্রাম পর্যন্ত নদী খননের কথা ছিল। পানিশূন্য নদীর মাঝ থেকে ১৫ ফুট চওড়া ও ৫ ফুট গভীর করে ৩ কিলোমিটার খাল কাটা হয়েছে। কিছু মাটি ইটভাটায় বিক্রিও করা হয়েছে। অবৈধ দখলদাররা নদীর ভিতরের নতুন মাটিতে কলার গাছ রোপণসহ চাষাবাদ শুরু করেছেন। এ ছাড়া একতারপুর বাজার থেকে শৈলডাঙ্গী মহম্মশান পর্যন্ত প্রায় ২ কিলোমিটারজুড়ে অবৈধ দখলদারদের আয়ত্তে থাকা সরকারি জমি ভরাট করে দেওয়া হয়েছে। নদীর ভিতরে সরকারি জমিতে কেউ গড়ে তুলেছে ইমারত, কেউবা বসতবাড়ি করেছেন। কিন্তু ৩ কিলোমিটার খননের পর আর মাটি কাটা হচ্ছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজে মাছ চাষের জন্য একতার বাজারের ব্রিজের পশ্চিম পাশ দিয়ে নদীতে মাটি দিয়ে চওড়া বাঁধ দিয়েছেন। আসন্ন বর্ষা মৌসুমে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেলে কয়েক হাজার একর আবাদযোগ্য জমি জলামগ্ন হওয়ার আশঙ্কা বিরাজ করছে। হাওর নদীর সাবেক জলকর ইজারাদার আবদুল মান্নান বলেন, তিনি গত বছর ইজারা নিয়ে নদীতে মাছ চাষ করেছিলেন। বেতবাড়িয়া মোড় থেকে দশকাহুনিয়া পর্যন্ত কিছু জায়গায় ৭ মাস পানি থাকত। কিন্তু এবারে নদী খননের নামে খাল তৈরি করা হয়েছে। এখানে আর কিছুই করা সম্ভব নয়। প্রকল্পটি বাস্তবায়নের নামে শুধু টাকার হরিলুট হয়নি, হরিলুট হয়েছে নদীর মাটিও। নদীর মাটি দিয়ে সরকারি জমি দখল পোক্ত করেছে চেয়ারম্যানের আশীর্বাদপুষ্টরা। উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ বলেন, প্রকল্প পরিচালক নিজে কাজটির তদারকি করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফায় প্রকল্প পরিদর্শন করেছেন। মান ভালো হয়েছে।
শিরোনাম
- ‘পরিবার থেকে দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে’
- বরিশালে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান
- সেপটিক ট্যাংকে মিলল অটোরিকশা চালকের মরদেহ
- রোকেয়া দিবস: বেরোবিতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
- গোলান মালভূমির বাফারজোন ইসরায়েলের দখলে
- কুষ্টিয়ায় বন্ধ মিলের নামে চাল সংগ্রহের বরাদ্দ খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- মহাসড়ক অবরোধ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাকিব-সৌম্যর পর লঙ্কান টি-টেন লিগে রনি
- চারটি কাগুজে নোটের নকশা বদলাচ্ছে
- কলাপাড়ায় ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করল দ.আফ্রিকা
- পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে বিক্রম মিশ্রি
- ইউলিয়াকেই বিয়ে করতে যাচ্ছেন সালমান?
- কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালিত
- শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরানো নিয়ে ট্রাইব্যুনালের রায় প্রকাশ
- স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্টের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জামায়াত নেতার
- বাজার পরিস্থিতি উন্নতি হলে আগের অবস্থায় ফেরানো হবে করহার : এনবিআর
- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ
- চাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- দেশে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কবে কোথায় দেখতে পাবেন
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩
নদীকে খাল বানানোর অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর