কুষ্টিয়ার খোকসায় সিরাজপুর হাওর নদী খননের মাটি ইটভাটায় বিক্রি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরের গড়াইয়ের অন্যতম শাখা সিরাজপুর হাওর নদী খনন প্রকল্প নেওয়া হয়। নদীর উৎসমুখ থেকে সাড়ে ৬ কিলোমিটার ভাটির পাংশা উপজেলার সীমান্তের গ্রাম কলিমহর পর্যন্ত খননের জন্য প্রায় ৫৩ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়। হাওর নদী পানি ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে জানিপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান হাবিবর রহমান হবির বনিবনা না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়। এক পর্যায়ে চলতি বছরের ২৪ জানুয়ারি কুষ্টিয়ার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে ১৩টি এলসিএস কমিটিকে কার্যাদেশ দেওয়া হয়। হাওর নদী পানি ব্যবস্থাপনা কমিটির তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নের নীতিমালা থাকলেও কর্তৃত্ব চলে যায় জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান মজিদের হাতে। এক্সেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে অপরিকল্পিতভাবে নদীর তলদেশে খাল খনন শুরু করেন। এ ছাড়া নদীর মাটি ইটভাটায় বিক্রি করাসহ নদীপারের সরকারি জমির অবৈধ দখলদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মাটি ভরাট বাণিজ্য করেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিন ঘুরে জানা গেছে, সিরাজপুর হাওর নদীর উৎসমুখের স্লুইস গেট থেকে চর দশকাহুনিয়া গ্রাম পর্যন্ত নদী খননের কথা ছিল। পানিশূন্য নদীর মাঝ থেকে ১৫ ফুট চওড়া ও ৫ ফুট গভীর করে ৩ কিলোমিটার খাল কাটা হয়েছে। কিছু মাটি ইটভাটায় বিক্রিও করা হয়েছে। অবৈধ দখলদাররা নদীর ভিতরের নতুন মাটিতে কলার গাছ রোপণসহ চাষাবাদ শুরু করেছেন। এ ছাড়া একতারপুর বাজার থেকে শৈলডাঙ্গী মহম্মশান পর্যন্ত প্রায় ২ কিলোমিটারজুড়ে অবৈধ দখলদারদের আয়ত্তে থাকা সরকারি জমি ভরাট করে দেওয়া হয়েছে। নদীর ভিতরে সরকারি জমিতে কেউ গড়ে তুলেছে ইমারত, কেউবা বসতবাড়ি করেছেন। কিন্তু ৩ কিলোমিটার খননের পর আর মাটি কাটা হচ্ছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজে মাছ চাষের জন্য একতার বাজারের ব্রিজের পশ্চিম পাশ দিয়ে নদীতে মাটি দিয়ে চওড়া বাঁধ দিয়েছেন। আসন্ন বর্ষা মৌসুমে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেলে কয়েক হাজার একর আবাদযোগ্য জমি জলামগ্ন হওয়ার আশঙ্কা বিরাজ করছে। হাওর নদীর সাবেক জলকর ইজারাদার আবদুল মান্নান বলেন, তিনি গত বছর ইজারা নিয়ে নদীতে মাছ চাষ করেছিলেন। বেতবাড়িয়া মোড় থেকে দশকাহুনিয়া পর্যন্ত কিছু জায়গায় ৭ মাস পানি থাকত। কিন্তু এবারে নদী খননের নামে খাল তৈরি করা হয়েছে। এখানে আর কিছুই করা সম্ভব নয়। প্রকল্পটি বাস্তবায়নের নামে শুধু টাকার হরিলুট হয়নি, হরিলুট হয়েছে নদীর মাটিও। নদীর মাটি দিয়ে সরকারি জমি দখল পোক্ত করেছে চেয়ারম্যানের আশীর্বাদপুষ্টরা। উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ বলেন, প্রকল্প পরিচালক নিজে কাজটির তদারকি করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফায় প্রকল্প পরিদর্শন করেছেন। মান ভালো হয়েছে।
শিরোনাম
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
নদীকে খাল বানানোর অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম