রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

রাজবাড়ী প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

বেহাল দশা পাংশা উপজেলার নটাভাঙ্গা খালে নির্মিত সেতুর -বাংলাদেশ প্রতিদিন

রাজবাড়ীর পাংশা উপজেলার নটাভাঙ্গা খালের ওপর নির্মিত সেতুটির এখন বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ ঝুঁকি নিয়ে হেঁটে এ সেতু দিয়ে চলাচল করছেন। সেতুটি ভেঙে যাওয়ায় ছোট ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত অটোভ্যান, মোটরসাইকেল চালকরা। স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোনো সময় সেতু ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় কসবামাজাইল ইউপি চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, নটাভাঙ্গা খালের ওপর সেতুটি ২৫-৩০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখন সেতুর ওপর দিয়ে হেঁটে ছাড়া কোনো বাহনে যাতায়াত করা যায় না। অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলও বন্ধ রয়েছে। রাজবাড়ী এলজিইডির সহকারী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, ওই স্থানে নতুন সেতু তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর