বিষখালী নদীর ভাঙন প্রতিরোধে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার বিকেল ৪টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় যুবসমাজ এতে অংশ নেয়।
মানববন্ধনের আয়োজন করে মোল্লারহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ সময় মানববন্ধন-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় গণমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
জানা যায়, রাজাবাড়িয়া ও ইসলামপুর মৌজার কয়েকশ বিঘা ফসলি জমি এবং কয়েক হাজার পরিবারের ভিটেমাটি বিষখালী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিবছর বর্ষা এলেই অসংখ্য পরিবার ভিটেমাটি হারায়। ইতোমধ্যে ইউনিয়নের সর্ববৃহৎ হদুয়া বাজার নদীতে বিলীন হয়ে গেছে। ঐতিহ্যবাহী হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্রাস করে নিয়েছে বিষখালী নদী।
এ অবস্থায় অবহেলিত জনপদ রক্ষায় সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় জনগণ।
এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম।
মানববন্ধন-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, এটি একটা গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন ধরে এ জনপদ অবহেলিত হয়ে আসছে। এখানকার অধিকাংশ মানুষ সাধারণ খেটে খাওয়া। অধিকাংশ মানুষ জমিতে ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিষখালী প্রবহমান স্রোতের ধাক্কায় প্রতিবছরের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলছে এখানকার মানুষ। শতাধিক পরিবার নিজের স্বজনদের ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এছাড়াও প্রতিনিয়ত অসাধুবাদী ব্যবসায়ীরা প্রতিনিয়ত এখান থেকে বালি উত্তোলন করার কারণে নদী নদী ভাঙন বেশি হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।
বর্তমান পুরো গ্রাম হুমকির মুখে পড়েছে। তাই এলাকাবাসীর একটাই চাওয়া, গ্রামটি রক্ষায় নদীর পাড়ে বাঁধ নির্মাণ করা হোক।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় জেড এ ভুট্টো ডিগ্রি কলেজের প্রভাষক মনির ইউ জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আমির হোসেন হায়দার, সেক্রেটারি সরোয়ার হোসেন কাউসার, মাওঃ মোস্তফা কামাল, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ