রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

‘স্মরণে বরণে শহীদ বুদ্ধিজীবী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মানিকগঞ্জ প্রতিনিধি

‘স্মরণে বরণে মানিকগঞ্জের শহীদ বুদ্ধিজীবী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কবি, গবেষক ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)।

গ্রন্থটিতে জেলার ৫৬ জন শহীদ বুদ্ধিজীবীর জীবনী সংকলিত করা হয়েছে। প্রকাশনা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেট, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম অ্যাডভোকেটের সভাপতিত্বে  অনুষ্ঠান সঞ্চালন করেন মানিকগঞ্জ মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের সদস্য সচিব ড. মহিউদ্দিন জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদ মানিকগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বশেষ খবর