মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

সৈয়দপুরে আরসিসি ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুরে আরসিসি ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকায় আরসিসি ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হচ্ছে এ ড্রেনটি। ১৩৩ মিটার দীর্ঘ এই ড্রেনটি তৈরি করতে ব্যয় করা হচ্ছে ১৫ লাখ ৫০ হাজার টাকারও বেশি। বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় ড্রেনটির কাজ করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রেনের বেড সঠিক মাত্রায় কমপ্যাক্ট না করেই প্রথম ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের পুরুত্ব ৭৫ মিলিমিটারের জায়গায় ৬০ মিলিমিটার করা হয়েছে। ড্রেনের বেডের চওড়া ১০০ সেন্টিমিটারের স্থলে করা হয়েছে ৯০ সেন্টিমিটার। দ্বিতীয় স্তরের বেড ঢালাইয়ে ১২৫ মিলিমিটারের স্থানে ঢালাই করা হয়েছে প্রায় ১১০ মিলিমিটার। এদিকে ড্রেনের দ্বিতীয় স্তরে বেড ঢালাইয়ে রডের ব্যবহারে কাজের সিডিউলের নির্দেশনা মানা হয়নি। বেডে প্রয়োজনের তুলনায় ব্যবহৃত রডের জালে দুই তৃতীয়াংশ রড ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আরসিসি ড্রেনের গার্ড ওয়ালেও রডের পরিমাণ কম দেওয়া হয়েছে। খোয়া ব্যবহারে হচ্ছে নিম্নমানের ইটের। বালু, খোয়া ও সিমেন্টের মিশ্রণেও অনুপাত মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। সিডিউলের নির্দেশনা মতে ২ দশমিক ২৫ মিলিমিটার আয়তনের বালু ঢালাইয়ের কাজে মিশ্রণ না করে এক দশমিক দুই মিলিমিটার আয়তনের স্থানীয় বালু ব্যবহার করা হয়েছে। এ ছাড়া খোয়া নেটিং কিংবা পানি দিয়ে পরিষ্কারও তেমন করা হয়নি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ওই ড্রেনটি নির্মাণের। এ ড্রেন দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি মহল্লা ও উপজেলা পরিষদের আবাসিক এলাকায় গৃহস্থালি পানি মাস্টার ড্রেনে গিয়ে পড়বে। এতে উপজেলার আবাসিক বাসিন্দাসহ এলাকাবাসী পচা গন্ধময় পরিবেশ থেকে রক্ষা পাবে। অথচ এ ড্রেনটি যেনতেনভাবে তৈরি করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। কাজের অনিয়ম বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রিফাত তাসনিয়া রিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা না হওয়ায় তার প্রতিনিধি মো. শাহনওয়াজের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি। জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ড্রেন নির্মাণের স্থানে পৌর কর্তৃপক্ষের নিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী উপস্থিত থাকার পরেও যদি অনিয়ম হয়, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর