তীব্র গরমে পুড়ছে উত্তরের জেলা পঞ্চগড়। এই এলাকা শীতপ্রধান হলেও কয়েক দিন ধরে বিরাজ করছে দাবদাহ। ঠা ঠা তাপে খেতের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি গলে যাচ্ছে সদ্য সংস্কার হওয়া সড়কের পিচ। এতে কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। প্রধান মহাসড়কে চলাচলে সংকট তৈরি হয়েছে। গরমে পাট গাছের পাতা ঝলসে যাচ্ছে। পানির অভাবে মরে যাচ্ছে গাছও। বাধ্য হয়ে অনেকে সেচ দেওয়া শুরু করছেন। তেঁতুলিয়া উপজেলার কৃষক জবেদ আলী এক বিঘা জমিতে পাট আবাদ করেছেন। তিনি জানান, অতিরিক্ত তাপ প্রবাহের কারণে পাট গাছের পাতা পুড়ে যাচ্ছে। পানির স্তর নিচে নেম যাওয়ায় আবাদের মাটি রসশূন্য হয়ে পড়েছে। পাট পরিপুষ্ট হতে পারছে না। তিনি বলেন, কোনোদিন পাট খেতে সেচ দিতে হতো না। এবার সেচ দিতে হচ্ছে। এ রকম আবহাওয়া বিরাজ করলে পাটের আবাদে লোকসান গুনতে হবে। অন্যদিকে তীব্র গরমে ঢাকা-বাংলাবান্ধা মহসড়কের পিচ গলে যাচ্ছে। এ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২১ কোটি টাকা ব্যয়ে ঢাকা-বাংলাবান্ধা মহসড়কের পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত সংস্কার করা হচ্ছে। পাথরের ভফুা টুকরো ও বিটুমিন দিয়ে চলছে কাজ। সংস্কার শেষ না হতেই দেখা দিয়েছে সমস্যা। মোটরসাইকেল চালক তেঁতুলিয়ার নূর আলম বলেন, তীব্র গরমে মহাসড়কের পিচ গলে যাওয়ায় মোটরসাইকেলের চাকা আটকে যাচ্ছে। পঞ্চগড় সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, কেবল সংস্কার কাজ চলছে। কোথাও কোথাও বিটুমিন বেশি পড়ে গেছে। তীব্র গরমের কারণে বেশি পড়ে যাওয়া বিটুমিন গলে যাচ্ছে। এটা আমরা বালু দিয়ে ঠিক করে দিচ্ছি। এটা সব যায়গায় হচ্ছে না। কাজ নিখুঁত সম্পন্ন করার জন্য কোথাও কোথাও বিটুমিন বেশি পড়ে যেতে পারে।
শিরোনাম
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত