শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নির্মাণাধীন দুই সেতু গলার কাঁটা

বেনাপোল প্রতিনিধি

নির্মাণাধীন দুই সেতু গলার কাঁটা

যশোরের নাভারণ থেকে গোড়পাড়া সড়কের পৃথক স্থানে বেতনা নদীর ওপর দুটি সেতু নির্মাণ কাজে ধীরগতির কারণে এ অঞ্চলের মানুষের কাছে তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের ৯ জানুয়ারি কাজ শুরু হয়ে গত ৩ জুলাই শেষ করার তারিখ নির্ধারণ করেছিল যশোরের আইসিএল প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ সেভাবে এগোয়নি। এক বছরের বেশি সময়ে সেতু দুটির কাজ সব মিলিয়ে ৬০ ও ৪০ শতাংশ হয়েছে। নির্মাণাধীন সেতু দুটির পাশেই সাধারণ মানুষের চলাচলের জন্য তৈরি কাঠের সেতুতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কাঠের সেতুতে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্য যানবাহন চালাতে গিয়ে ছিটকে পড়ে আহত হচ্ছেন সাধারণ মানুষ। বলিদাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর কাজ নিয়ে টালবাহানা শুরু করেছে। তাদের কাজের কোনো গতি নেই। বর্ষা মৌসুম চলে এলেও মানুষের ভোগান্তির বিষয়ে তাদের মাথাব্যথা নেই। নির্মাণাধীন সেতুর পাশের কাঠের সেতুটি জরাজীর্ণ। এর দুই পাশে কোনো রেলিং নেই। কাঠের সেতু পারাপারের সময় সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন। যতদিন ব্রিজের কাজ শেষ না হয় ততদিন যেন সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারেন, এজন্য কাঠের সেতুটি উপযোগী করতে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে শার্শা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি কাঠের সেতুটি চলাচলের উপযোগী করার জন্য কাজ করা হচ্ছে।

সর্বশেষ খবর