মাত্র এক কিলোমিটারের মধ্যে পাঁচ স্থানে ড্রেজারের বড় বড় পাইপ স্থাপন করে বালু পরিবহন করছে বালু ব্যবসায়ীরা। এতে ঝুঁকির মধ্যে পড়েছে বাঁধের এক কিলোমিটার অংশ। ভরা বর্ষা মৌসুমে বাঁধটি হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছে অনেকে। শুধু তাই নয় বড় বড় পাইপ স্থাপন করায় চলাচলেও ঝুঁকি বেড়ে গেছে। এ ছাড়াও জোরপূর্বক মানুষের বসতভিটার মধ্য দিয়ে পাইপ স্থাপন করায় নানা সমস্যায় পড়েছে অনেক মানুষ। এ অবস্থায় বাঁধটি রক্ষায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কিছু অসাধু বালু ব্যবসায়ী তাদের ব্যক্তিস্বার্থের জন্য সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রাণী গ্রাম ও কোবদাসপাড়ায় শহর রক্ষা বাঁধের ওপর দিয়ে বালু পরিবহনের জন্য ড্রেজারের পাইপ স্থাপন করে ব্যবসা করছে। পাইপ স্থাপন করায় বাঁধের ওপর প্রেসার পড়ায় বাঁধটি বর্ষা মৌসুমে ধসের আশঙ্কা রয়েছে। চলাচলের রাস্তার ওপর দিয়ে পাইপ স্থাপন করার কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে এবং মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ঘরের ভিতর দিয়ে পাইপ নেওয়ায় অনেকের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বালুর পরিবহনের সময়ে বালুর সঙ্গে পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে। শহররক্ষা বাঁধের নিচে বসবাসকারী টুম্পা খাতুন বলেন, আমার ঘরের মধ্য দিয়ে বালু খেকোরা পাইপ স্থাপন করছে। ভয়ে কিছু বলতে পারি না। সিরাজগঞ্জ পৌরসভা কাউন্সিলর হোসেন আলী বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি ৭টি দফতরে লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দেয়ার পরই বালু পরিবহনের জন্য পাইপ স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে বালু ব্যবসায়ী বদরুল আলম জানান, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে বাঁধের ওপর দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে। পাইপ স্থাপনে বাঁধের বা মানুষের সমস্যা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধের ওপর পাইপ স্থাপনে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমাদের জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
বালু পরিবহনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর