মাত্র এক কিলোমিটারের মধ্যে পাঁচ স্থানে ড্রেজারের বড় বড় পাইপ স্থাপন করে বালু পরিবহন করছে বালু ব্যবসায়ীরা। এতে ঝুঁকির মধ্যে পড়েছে বাঁধের এক কিলোমিটার অংশ। ভরা বর্ষা মৌসুমে বাঁধটি হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছে অনেকে। শুধু তাই নয় বড় বড় পাইপ স্থাপন করায় চলাচলেও ঝুঁকি বেড়ে গেছে। এ ছাড়াও জোরপূর্বক মানুষের বসতভিটার মধ্য দিয়ে পাইপ স্থাপন করায় নানা সমস্যায় পড়েছে অনেক মানুষ। এ অবস্থায় বাঁধটি রক্ষায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কিছু অসাধু বালু ব্যবসায়ী তাদের ব্যক্তিস্বার্থের জন্য সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রাণী গ্রাম ও কোবদাসপাড়ায় শহর রক্ষা বাঁধের ওপর দিয়ে বালু পরিবহনের জন্য ড্রেজারের পাইপ স্থাপন করে ব্যবসা করছে। পাইপ স্থাপন করায় বাঁধের ওপর প্রেসার পড়ায় বাঁধটি বর্ষা মৌসুমে ধসের আশঙ্কা রয়েছে। চলাচলের রাস্তার ওপর দিয়ে পাইপ স্থাপন করার কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে এবং মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ঘরের ভিতর দিয়ে পাইপ নেওয়ায় অনেকের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বালুর পরিবহনের সময়ে বালুর সঙ্গে পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে। শহররক্ষা বাঁধের নিচে বসবাসকারী টুম্পা খাতুন বলেন, আমার ঘরের মধ্য দিয়ে বালু খেকোরা পাইপ স্থাপন করছে। ভয়ে কিছু বলতে পারি না। সিরাজগঞ্জ পৌরসভা কাউন্সিলর হোসেন আলী বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি ৭টি দফতরে লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দেয়ার পরই বালু পরিবহনের জন্য পাইপ স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে বালু ব্যবসায়ী বদরুল আলম জানান, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে বাঁধের ওপর দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে। পাইপ স্থাপনে বাঁধের বা মানুষের সমস্যা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধের ওপর পাইপ স্থাপনে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমাদের জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
বালু পরিবহনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর