মাত্র এক কিলোমিটারের মধ্যে পাঁচ স্থানে ড্রেজারের বড় বড় পাইপ স্থাপন করে বালু পরিবহন করছে বালু ব্যবসায়ীরা। এতে ঝুঁকির মধ্যে পড়েছে বাঁধের এক কিলোমিটার অংশ। ভরা বর্ষা মৌসুমে বাঁধটি হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছে অনেকে। শুধু তাই নয় বড় বড় পাইপ স্থাপন করায় চলাচলেও ঝুঁকি বেড়ে গেছে। এ ছাড়াও জোরপূর্বক মানুষের বসতভিটার মধ্য দিয়ে পাইপ স্থাপন করায় নানা সমস্যায় পড়েছে অনেক মানুষ। এ অবস্থায় বাঁধটি রক্ষায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কিছু অসাধু বালু ব্যবসায়ী তাদের ব্যক্তিস্বার্থের জন্য সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রাণী গ্রাম ও কোবদাসপাড়ায় শহর রক্ষা বাঁধের ওপর দিয়ে বালু পরিবহনের জন্য ড্রেজারের পাইপ স্থাপন করে ব্যবসা করছে। পাইপ স্থাপন করায় বাঁধের ওপর প্রেসার পড়ায় বাঁধটি বর্ষা মৌসুমে ধসের আশঙ্কা রয়েছে। চলাচলের রাস্তার ওপর দিয়ে পাইপ স্থাপন করার কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে এবং মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ঘরের ভিতর দিয়ে পাইপ নেওয়ায় অনেকের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বালুর পরিবহনের সময়ে বালুর সঙ্গে পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে। শহররক্ষা বাঁধের নিচে বসবাসকারী টুম্পা খাতুন বলেন, আমার ঘরের মধ্য দিয়ে বালু খেকোরা পাইপ স্থাপন করছে। ভয়ে কিছু বলতে পারি না। সিরাজগঞ্জ পৌরসভা কাউন্সিলর হোসেন আলী বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি ৭টি দফতরে লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দেয়ার পরই বালু পরিবহনের জন্য পাইপ স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে বালু ব্যবসায়ী বদরুল আলম জানান, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে বাঁধের ওপর দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে। পাইপ স্থাপনে বাঁধের বা মানুষের সমস্যা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধের ওপর পাইপ স্থাপনে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমাদের জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- মেট্রোরেল চলাচল শুরু
- সরকারের মধ্যে সব সময় একটা ‘শেকি’ ব্যাপার দেখা যায় : সারোয়ার তুষার
- মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার
- প্রথমবার মার্কিন রাজধানী সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
- তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই রাজনৈতিক সংকটের শুরু : আপিল বিভাগকে বিএনপি
- জেনেভা ক্যাম্পে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ পরিদর্শন
- কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
- এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চার সুবিধা ঘোষণা আমিরাতের
- বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব
- সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে
- এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন
- নীল রঙের কুকুর! বিজ্ঞানীরাও হতবাক
- শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা
- হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- কানাডায় এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন, যা বলছে ডিএমপি
- মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১