মাত্র এক কিলোমিটারের মধ্যে পাঁচ স্থানে ড্রেজারের বড় বড় পাইপ স্থাপন করে বালু পরিবহন করছে বালু ব্যবসায়ীরা। এতে ঝুঁকির মধ্যে পড়েছে বাঁধের এক কিলোমিটার অংশ। ভরা বর্ষা মৌসুমে বাঁধটি হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছে অনেকে। শুধু তাই নয় বড় বড় পাইপ স্থাপন করায় চলাচলেও ঝুঁকি বেড়ে গেছে। এ ছাড়াও জোরপূর্বক মানুষের বসতভিটার মধ্য দিয়ে পাইপ স্থাপন করায় নানা সমস্যায় পড়েছে অনেক মানুষ। এ অবস্থায় বাঁধটি রক্ষায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কিছু অসাধু বালু ব্যবসায়ী তাদের ব্যক্তিস্বার্থের জন্য সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রাণী গ্রাম ও কোবদাসপাড়ায় শহর রক্ষা বাঁধের ওপর দিয়ে বালু পরিবহনের জন্য ড্রেজারের পাইপ স্থাপন করে ব্যবসা করছে। পাইপ স্থাপন করায় বাঁধের ওপর প্রেসার পড়ায় বাঁধটি বর্ষা মৌসুমে ধসের আশঙ্কা রয়েছে। চলাচলের রাস্তার ওপর দিয়ে পাইপ স্থাপন করার কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে এবং মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ঘরের ভিতর দিয়ে পাইপ নেওয়ায় অনেকের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বালুর পরিবহনের সময়ে বালুর সঙ্গে পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে। শহররক্ষা বাঁধের নিচে বসবাসকারী টুম্পা খাতুন বলেন, আমার ঘরের মধ্য দিয়ে বালু খেকোরা পাইপ স্থাপন করছে। ভয়ে কিছু বলতে পারি না। সিরাজগঞ্জ পৌরসভা কাউন্সিলর হোসেন আলী বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি ৭টি দফতরে লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দেয়ার পরই বালু পরিবহনের জন্য পাইপ স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে বালু ব্যবসায়ী বদরুল আলম জানান, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে বাঁধের ওপর দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে। পাইপ স্থাপনে বাঁধের বা মানুষের সমস্যা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধের ওপর পাইপ স্থাপনে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমাদের জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- দুপুরের খাবারের পরে ১০ মিনিট কেন হাঁটবেন?
- ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
- দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
বালু পরিবহনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর