সাম্প্রতিক বন্যায় পার্বত্য জেলা বান্দরবানে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। প্রাথমিক হিসাবে শাকসবজি, আমন বীজতলা, রোপা আমন ও রোপা আউশসহ প্রায় ১৯৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর পরেই রয়েছে সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সড়ক অবকাঠামোর ক্ষতি। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ৪৯৮ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৪০৬ টাকার সম্পদহানীর তথ্য পাওয়া গেছে। এখনো তথ্য আসছে। সব এলাকার তথ্য পাওয়া গেলে এ ক্ষতির পরিমাণ সাড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ শাহনেওয়াজ বলেন, এবারের বন্যায় কৃষিখাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে তিন-চার বছরের বিশেষ পরিকল্পনা নিয়েছে কৃষিবিভাগ। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম জানান, বন্যায় সম্পূর্ণ এবং আংশিক মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০০ কিলোমিটার সড়ক। এগুলো মেরামত করতে দেড়শ কোটি টাকার মতো ব্যয় করতে হবে। ৪ আগস্ট থেকে টানা ভারী বর্ষণের কারণে বান্দরবান পৌর এলাকা, সদর উপজেলার কিছু অংশ এবং লামা পৌরসভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় শঙ্খ ও মাতামুহুরী নদীতে বিপৎসীমা থেকে ৫ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ পানি নেমে যেতে ১০ আগস্ট বিকাল পর্যন্ত সময় নেয়। এর ফলে জমিতে ফলনরত করলা, কাকরোল, ঝিঙ্গে, বরবটি, শসাসহ সবজি খেত সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আমন বীজতলা এবং জমিতে আগাম রোপণ করা রোপা আমন ও রোপা আউশ ধান। বন্যার পানিতে নিমজ্জিত থাকায় সড়ক অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়। ভাঙনের কারণে এখনো বিচ্ছিন্ন রয়েছে রুমা এবং থানচি উপজেলা। এ দুটি উপজেলায় নৌকাযোগে চলাচল করছে এলাকাবাসী।
শিরোনাম
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
- এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮ : রোড সেফটি ফাউন্ডেশন
- উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি
- ভারতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও বন্ধ
- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
- যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাক প্রধানমন্ত্রী
- মাদককাণ্ডে কারাদণ্ডের পরিবর্তে ম্যাকগিলকে অন্যরকম শাস্তি
- গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সিনেমা জগতের কাউকে বিয়ে করতে চাননি মাধুরীর স্বামী
- ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
- আওয়ামী লীগের কার্যক্রম কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক
- কোহলিকে অবসর না নিতে অনুরোধ লারার
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
বান্দরবানে ৫০০ কোটি টাকার ক্ষতি বন্যায়
বেশি ক্ষতিগ্রস্ত কৃষি খাত
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর