পারটেক্স বোর্ড, স্টিল, থাই ও লোহার ব্যবহার শুরু হওয়ায় কমেছে কাঠের ব্যবহার। তারপরও কাঠের চাহিদা রয়েছে। নওগাঁ শহরের কালিতলা কাঠহাটে প্রতিদিন বেচাকেনা হয় ৮ লক্ষাধিক টাকার বিভিন্ন কাঠ। জেলার বাইরেও বিভিন্ন এলাকা থেকে এখানে এসে কাঠ কিনে নিয়ে যায় অনেকে। জানা গেছে, ১৯৮০ সালে নওগাঁ শহরের লিটন ব্রিজের পাশে হাতে গোনা কয়েকটি দোকান দিয়ে শুরু হয় এখানকার কাঠের ব্যবসা। চাহিদা বাড়ায় পর্যায়ক্রমে বাড়তে থাকে ব্যবসায়ীর সংখ্যা। ব্যবসা ভালো হওয়ায় অনেকেই এ পেশায় যুক্ত হয়। স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে কাঠ হাটটি স্থানান্তর করা হয় শহরের কালীতলা এলাকায় পুরনো গোহাটিতে। এখানে স্থায়ীভাবে রয়েছে ৭০টি দোকান। জেলার বিভিন্ন এলাকা থেকে পুরনো বড় গাছ কিনে প্রয়োজন মতো কাঠ কেটে নিয়ে আসা হয় এ হাটে। সাপ্তাহিক বুধবার হাটবার হলেও এ হাটে প্রতিদিনই কাঠ বেচাকেনা চলে। এ হাটে কাঁঠাল, আম, মেহগনি, আকাশমনি, জাম, নিম, কড়ই, রেইন্ট্রি গাছের কাঠ পাওয়া যায়। ঘরের ছাউনিতে স্বল্পদামের কাঠ রুয়া-বাটামও মিলে এ হাঠে। যেখানে কাঠের মান অনুযায়ী দরদাম হয়ে থাকে। কাঠ দিয়ে নান্দনিক সৌন্দর্যের শৌখিন আসবাবপত্র তৈরি করা হয়। কাঠের দাম বাড়ায় মানুষ এখন এর বিকল্প খুঁজছে। রাণীনগরের মকবুল হোসেন বলেন, ঘরে নতুন টিন লাগানো হবে। এজন্য কাঠ (বাটাম) প্রয়োজন হওয়ায় কালিতলা হাটে কিনতে আসা। ১ হাজার ২৮০ টাকার কাঠ কেনা হয়েছে। এখানে দাম কিছুটা কম পাওয়া যায়। এই কাঠ এলাকায় কিনতে হলে অন্তত দেড় হাজার টাকা লাগতো। নওগাঁর চকপ্রাচির এলাকার কাঠ ব্যবসায়ী মকলেছুর রহমান বলেন, ১৯৮০ সাল থেকে কাঠ ব্যবসা করছি। সে সময় হাতে গোনা কয়েকজন কাঠের ব্যবসা করতাম। মানুষের কাছে কাঠের আসবাবপত্র পছন্দ হওয়ায় কাঠ বেশি বিক্রি হতো এবং লাভও ভালো হতো। এখন অনেক ব্যবসায়ী হয়েছে। কাঠের ব্যবসায় মন্দা ভাব। কাঠের জায়গা দখল করেছে পারটেক্স, স্টিল ও লোহা সামগ্রী। কাঠের দাম বেশি হওয়ায় সবাই কিনতে পারে না। আমাদের বেচাকেনা কমে গেছে। দিনে ৩ থেকে ৫ হাজার টাকার মতো বিক্রি হয়। কাঠ ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করে আকারভেদে চিরাই করা হয়। এসব কাঠ স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন এলাকায় যায়। নওগাঁ কাঠহাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রবিউল আলম রুবেল বলেন, এ হাটে ৮ লক্ষাধিক টাকার কাঠ বেচাকেনা হয়। সমিতিভুক্ত আড়াইশ সদস্য থাকলেও নিয়মিত ব্যবসা করছেন ৬০-৭০ কাঠ ব্যবসায়ী। এর বাইরেও আশপাশের বিভিন্ন এলাকায় কাঠ বেচাকেনা হয়।
শিরোনাম
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
পছন্দের সব কাঠ মেলে কাঠহাটে
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম