খোয়াই নদীর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অংশ থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। প্রতিদিন ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে হাজার হাজার ঘনফুট বালু। এগুলো পারিবহন করা হয় ট্রাক-ট্রাক্টরের মাধ্যমে। বালুবাহী এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে শহর প্রতিরক্ষা বাঁধ। প্রতিনিয়ত বালু তোলায় নদীর গতিপথ বদলানোর পাশাপাশি পানি প্রবাহেও হচ্ছে পরিবর্তন। যে কারণে মারাত্মক হুমকিতে রয়েছে পরিবেশ। দ্রুত অবৈধ বালু তোলা বন্ধে প্রশাসনের প্রতি অহ্বান জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া, আলাপুর চরহামুয়া, নতুন ব্রিজ এলাকাসহ বেশ কয়েকটি স্পট থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। এসব বালু পরিবহনে ব্যবহার করা হচ্ছে ট্রাক ও ট্রাক্টর। বালুবাহী ট্রাক্টর নদীর তীরে নেওয়ার জন্য নির্বিচারে কাটা হচ্ছে প্রতিরক্ষা বাঁধ। যে কারণে আগামী বর্ষা মৌসুমে হুমকিতে পড়বে আশপাশের এলাকা। এ ছাড়া ফসলি জমিসহ রাস্তাঘাটেরও হয়েছে বেহাল দশা। দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, লেঞ্জাপাড়া ও আলাপুর এলাকায় খোয়াই নদীর অংশটুকু ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রশাসন থেকে একাধিকবার এখানে বালু তোলা বন্ধের নির্দেশ দিলেও তা মানছেন না এ কাজে জড়িতরা। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কাই করছেন না তারা। উপজেলা প্রশাসন বলছে, অবৈধভাবে বালু তোলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তৎপর রয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা কাউসার মিয়া বলেন, খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ অংশ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। প্রতিনিয়ত বালু তোলার কারণে আমাদের এলাকার পরিবেশ ও প্রতিবেশ রয়েছে হুমকিতে। মাহমুদ মিয়া নামে একজন জানান, তারা শুধু বালুই তুলছে না, নদীর এবং প্রতিরক্ষা বাঁধের মাটিও কেটে নিয়ে যাচ্ছে। আরেক বাসিন্দা মোতাব্বির হোসেন জানান, বালু খেকোরা একটি মহাল ইজারা নিয়ে বালু তুলছে তিনটি মহাল থেকে। এ ছাড়া ইজারার নিয়মের কোনো তোয়াক্কা করে না তারা। ড্রেজার নিয়ে বালু তোলার নিয়ম না থাকলেও দিনরাত ড্রেজার দিয়েই বালু তোলা হচ্ছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম জানান, অবৈধভাবে বালু তোলা বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের কিছুতেই ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
বালু তোলায় হুমকিতে প্রতিরক্ষা বাঁধ
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর