মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাশের খেলার মাঠটি দখল করে গড়ে উঠেছে গাড়িস্ট্যান্ড। মাঠের ভিতর প্রতিদিন রাখা হয় প্রায় ৫ শতাধিক যানবাহন। ফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শিশু-কিশোর ও যুবকরা। এক সময় শিশু-কিশোরদের দৌড়ঝাঁপ আর হৈ- হৈল্লুরে দিনভর মুখর থাকতো এই মাঠ। হতো ফুটবল, ক্রিকেট খেলা। বিভিন্ন সময়ে টুনার্মেন্টও আয়োজন করা হতো এখানে। খেলা দেখতে কানায় কানায় পূর্ণ হতো মাঠের চারপাশ। বর্তমানে মাঠজুড়ে দেখা যায় কার, লাইটেস, বাস, পিকআপ, আটোরিকশা ও ট্রাক। স্থানীয় বিভিন্ন ক্রিড়া সংগঠন দীর্ঘদিন ধরে মাঠটি দখলমুক্ত করার দাবি জানাচ্ছে। শ্রীমঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষও মাঠ দখলমুক্ত করতে ওপর মহলে চিঠি দিয়েছে। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় রেলওয়ে ভবনে মাসিক সভায় শ্রীমঙ্গল রেলের মাঠের চারদিকে দেয়াল করার সিদ্ধান্ত হয়- আজও কোনো কাজ হয়নি। জানা যায়, স্বাধীনতা উত্তর ও পরবর্তী সময়ে স্থানীয়সহ বিভিন্ন আঞ্চলিক টুর্নামেন্ট হতো এই মাঠে। এখানে খেলে গেছেন সাহেব আলী, নবী হোসেন, মুক্তার হোসেন, ভানু দাশ, দীলিপ সমদ্দারের মতো ফুটবলাররা। রেলওয়ের এ মাঠে খেলা শিখে ঢাকার মাঠ মাতিয়েছেন পিনাকী সেন চৌধুরী, মিলন দাশ গুপ্ত, পীযুষ দত্ত, চন্দন দত্ত, আলী আক্তার, হায়দার জামান নিফুল। ২০১২ সালে এশিয়া প্যাসিফিক রিজিওনালের এপিআর স্কাউটস কনফারেনস স্টাডি ট্যুর উপলক্ষে শহরে সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে শহর থেকে সরিয়ে তিন দিনের জন্য সব গাড়ি রেলওয়ে মাঠে রাখা হয়েছিল। এরপর থেকে আর মাঠ থেকে গাড়ি সরানো হয়নি। সরেজমিন দেখা যায়, মাঠের এক পাশে কার, লাইটেস অন্য পাশে পিকআপ, ট্রাক রাখা। মাঝখানে রয়েছে বাস এবং সামনের দিকে সিএনজিচালিত আটোরিকশা। স্ট্যান্ডের জন্য মাঠে করা হয়েছে আলাদা আলাদা অফিস। শ্রীমঙ্গল উপজেলা কার-মাইক্রোবাস-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি ময়না মিয়া বলেন, ‘আমাদের নিজস্ব ট্রর্মিনাল না থাকায় নিরুপায় হয়ে এই মাঠে গাড়ি রাখছি।’ শ্রীমঙ্গল ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন শাহিন বলেন, ‘মাঠের অভাবে খেলাধুলা কমে গেছে। রেলওয়ের মাঠ উন্মুক্ত করে দিলে আবার খেলাধুলার পরিবেশ ফিরবে।’ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত বলেন, ‘আগে কৈশোর শুরু হতো খেলাধুলা আর হৈ-হৈলুøর করে। এখন খেলার মাঠ কমে যাওয়ায় শিশুরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যুব সমাজ জড়িয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধ-অপকর্মে। রেলওয়ে মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করা জরুরি।’ শ্রীমঙ্গল ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সহযোগিতা পেলে মাঠটি দখলমুক্ত করে দেব।’
শিরোনাম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ