‘ওপে বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের মূলহোতা সাকিল মাতুব্বর ওরফে সাকিবকে (২৭) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক একই এলাকা থেকে শাওন শেখ (২০), রাকিব কবিরাজ (২৫), শরিফুল মৃধা (৩৭) ও জাকির হোসেন তালুকদারকে (৩৮) গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও পুলিশ সদস্যরা। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির বেশ কিছু সিম জব্দ করা হয়। পুলিশ হেড কোয়ার্টারের এটিইউর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন গতকাল ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সরকারি ভাতা, অনুদান, শিক্ষা বৃত্তি প্রাপ্ত ব্যক্তিদের তালিকা, মোবাইল নম্বরসহ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য অনলাইন হতে সংগ্রহ করে। এরপর সরকারি ভাতা, অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদানকারী দফতরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা পরিচয়ে তালিকায় থাকা ব্যক্তিদের তাদের মোবাইল নম্বরে ফোন করে। এরপর ওই ব্যক্তিকে তার নাম, জন্ম তারিখ ইত্যাদি বিভিন্ন তথ্য প্রদান করে বিশ্বাসযোগ্যতা অর্জন করত এবং তারা জানায় যে, ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণ করলে সময় বেশি লাগবে, তবে ডেবিট ও ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে তাৎক্ষণিক টাকা প্রেরণ করা যাবে। ফলে ভুক্তভোগীরা ফাঁদে পড়ে তাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড নম্বর এবং ওটিপিসহ সব গোপন তথ্য প্রদান করে। পরবর্তীতে প্রতারক চক্রটি খুব সহজেই ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে টাকা ‘ওপে বাংলাদেশ’ নামক একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ, নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত। আটককৃতদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন বিষয়টি জানার পর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ বিন কালাম, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
অ্যাপ ব্যবহার করে ব্যাংক কার্ড জালিয়াতি
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর