‘ওপে বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের মূলহোতা সাকিল মাতুব্বর ওরফে সাকিবকে (২৭) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক একই এলাকা থেকে শাওন শেখ (২০), রাকিব কবিরাজ (২৫), শরিফুল মৃধা (৩৭) ও জাকির হোসেন তালুকদারকে (৩৮) গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও পুলিশ সদস্যরা। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির বেশ কিছু সিম জব্দ করা হয়। পুলিশ হেড কোয়ার্টারের এটিইউর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন গতকাল ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সরকারি ভাতা, অনুদান, শিক্ষা বৃত্তি প্রাপ্ত ব্যক্তিদের তালিকা, মোবাইল নম্বরসহ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য অনলাইন হতে সংগ্রহ করে। এরপর সরকারি ভাতা, অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদানকারী দফতরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা পরিচয়ে তালিকায় থাকা ব্যক্তিদের তাদের মোবাইল নম্বরে ফোন করে। এরপর ওই ব্যক্তিকে তার নাম, জন্ম তারিখ ইত্যাদি বিভিন্ন তথ্য প্রদান করে বিশ্বাসযোগ্যতা অর্জন করত এবং তারা জানায় যে, ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণ করলে সময় বেশি লাগবে, তবে ডেবিট ও ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে তাৎক্ষণিক টাকা প্রেরণ করা যাবে। ফলে ভুক্তভোগীরা ফাঁদে পড়ে তাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড নম্বর এবং ওটিপিসহ সব গোপন তথ্য প্রদান করে। পরবর্তীতে প্রতারক চক্রটি খুব সহজেই ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে টাকা ‘ওপে বাংলাদেশ’ নামক একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ, নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত। আটককৃতদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন বিষয়টি জানার পর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ বিন কালাম, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত