‘ওপে বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের মূলহোতা সাকিল মাতুব্বর ওরফে সাকিবকে (২৭) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক একই এলাকা থেকে শাওন শেখ (২০), রাকিব কবিরাজ (২৫), শরিফুল মৃধা (৩৭) ও জাকির হোসেন তালুকদারকে (৩৮) গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও পুলিশ সদস্যরা। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির বেশ কিছু সিম জব্দ করা হয়। পুলিশ হেড কোয়ার্টারের এটিইউর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন গতকাল ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সরকারি ভাতা, অনুদান, শিক্ষা বৃত্তি প্রাপ্ত ব্যক্তিদের তালিকা, মোবাইল নম্বরসহ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য অনলাইন হতে সংগ্রহ করে। এরপর সরকারি ভাতা, অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদানকারী দফতরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা পরিচয়ে তালিকায় থাকা ব্যক্তিদের তাদের মোবাইল নম্বরে ফোন করে। এরপর ওই ব্যক্তিকে তার নাম, জন্ম তারিখ ইত্যাদি বিভিন্ন তথ্য প্রদান করে বিশ্বাসযোগ্যতা অর্জন করত এবং তারা জানায় যে, ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণ করলে সময় বেশি লাগবে, তবে ডেবিট ও ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে তাৎক্ষণিক টাকা প্রেরণ করা যাবে। ফলে ভুক্তভোগীরা ফাঁদে পড়ে তাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড নম্বর এবং ওটিপিসহ সব গোপন তথ্য প্রদান করে। পরবর্তীতে প্রতারক চক্রটি খুব সহজেই ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে টাকা ‘ওপে বাংলাদেশ’ নামক একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ, নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত। আটককৃতদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন বিষয়টি জানার পর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ বিন কালাম, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা