ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দেদার তোলা হচ্ছে বালু। প্রায় তিন মাস ধরে পাঁচটি ড্রেজারের মাধ্যমে বালু তুলতে দেখা গেছে। এ সময় নদী থেকে কমপক্ষে ১০-১২ কোটি টাকার বালু উঠেছে এমন ধারণা স্থানীয়দের। তিতাসের ওই স্থানটিতে কোনো বালুমহাল নেই কিংবা কাউকে বালু তোলার জন্য ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী নৌকাঘাট থেকে বালু তোলার জায়গায় যেতে নৌকায় ৪০ মিনিট সময় লাগে। স্থানীয়রা জানান, জায়গাটি পড়েছে বিজয়নগর উপজেলার মাশাউড়া। পাশেই জেলা সদর ও আখাউড়া উপজেলা। সরেজমিনে দেখা যায়, পাঁচটি ড্রেজার দিয়ে বালু তুলে নৌকায় ভরা হচ্ছে। অপেক্ষায় আছে একাধিক নৌকা। ওই স্থানে যাওয়ার পথে চোখে পড়েছে একাধিক নৌকা বালু নিয়ে যাচ্ছে। ড্রেজারে থাকা লোকজন জানান, তিন মাস ধরে পাঁচ থেকে ১০টি ড্রেজারে করে এখানে বালু তোলা হচ্ছে। প্রতি দুই থেকে আড়াই ঘণ্টায় একেকটি নৌকা বালুভর্তি হয়ে যায়। একেক নৌকায় ৫-৭ হাজার ঘনফুট বালু নেওয়া হয়। প্রতিদিন বালু যায় ৩০ থেকে ৫০টি নৌকা। প্রতিফুট বালু বিক্রি হয় ৫-৯ টাকা। একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন বালু তোলার সঙ্গে সরাসরি জড়িত। তারা একজন জনপ্রতিনিধির শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা ভরাটের নাম করে তিন মাস আগে বালু তোলা শুরু করেছেন। ওই জায়গাটি ইতোমধ্যে ভরাট হয়েছে। মোট বালুর ৪০ শতাংশ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গার জন্য দেওয়ার শর্তে তারা বালু ওঠান। বাকি বালু বিক্রি করেন। ভাদুঘর ও কাছাইট এলাকার একাধিক ব্যক্তি বলেন, যারা বালু উঠায় তারা প্রভাবশালী। যে কারণে কেউ কিছু বলছেন না। এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে নদীর ওই এলাকায় ভাঙন শুরু হবে। বালু তোলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠা নান্টু মিয়া বলেন, আমি এটার সঙ্গে সরাসরি জড়িত না। আমি শুধু ড্রেজার ভাড়া দিয়েছি। যতটুকু শুনেছি নদী খননের বালু জায়গা না থাকায় এক জায়গায় রাখা হচ্ছে। এর বেশি আমি জানি না। বালু তোলার তদারকিতে থাকা সোহেল মিয়া বলেন, এ জায়গা থেকে বালু উঠানোর জন্য সরকারের কাছে আবেদন করে রাখা হয়েছে। আমরা ইজারা পাব আশা করছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, ওই জায়গায় বালু তোলার অনুমতি নেই। সেখানে একাধিকবার অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা এবং ড্রেজার ও নৌকা নষ্ট করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
তিতাসে দেদার বালু লুট
তিন মাস ধরে তোলা হচ্ছে বালু, নদী ভাঙনের শঙ্কা
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর