ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দেদার তোলা হচ্ছে বালু। প্রায় তিন মাস ধরে পাঁচটি ড্রেজারের মাধ্যমে বালু তুলতে দেখা গেছে। এ সময় নদী থেকে কমপক্ষে ১০-১২ কোটি টাকার বালু উঠেছে এমন ধারণা স্থানীয়দের। তিতাসের ওই স্থানটিতে কোনো বালুমহাল নেই কিংবা কাউকে বালু তোলার জন্য ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী নৌকাঘাট থেকে বালু তোলার জায়গায় যেতে নৌকায় ৪০ মিনিট সময় লাগে। স্থানীয়রা জানান, জায়গাটি পড়েছে বিজয়নগর উপজেলার মাশাউড়া। পাশেই জেলা সদর ও আখাউড়া উপজেলা। সরেজমিনে দেখা যায়, পাঁচটি ড্রেজার দিয়ে বালু তুলে নৌকায় ভরা হচ্ছে। অপেক্ষায় আছে একাধিক নৌকা। ওই স্থানে যাওয়ার পথে চোখে পড়েছে একাধিক নৌকা বালু নিয়ে যাচ্ছে। ড্রেজারে থাকা লোকজন জানান, তিন মাস ধরে পাঁচ থেকে ১০টি ড্রেজারে করে এখানে বালু তোলা হচ্ছে। প্রতি দুই থেকে আড়াই ঘণ্টায় একেকটি নৌকা বালুভর্তি হয়ে যায়। একেক নৌকায় ৫-৭ হাজার ঘনফুট বালু নেওয়া হয়। প্রতিদিন বালু যায় ৩০ থেকে ৫০টি নৌকা। প্রতিফুট বালু বিক্রি হয় ৫-৯ টাকা। একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন বালু তোলার সঙ্গে সরাসরি জড়িত। তারা একজন জনপ্রতিনিধির শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা ভরাটের নাম করে তিন মাস আগে বালু তোলা শুরু করেছেন। ওই জায়গাটি ইতোমধ্যে ভরাট হয়েছে। মোট বালুর ৪০ শতাংশ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গার জন্য দেওয়ার শর্তে তারা বালু ওঠান। বাকি বালু বিক্রি করেন। ভাদুঘর ও কাছাইট এলাকার একাধিক ব্যক্তি বলেন, যারা বালু উঠায় তারা প্রভাবশালী। যে কারণে কেউ কিছু বলছেন না। এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে নদীর ওই এলাকায় ভাঙন শুরু হবে। বালু তোলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠা নান্টু মিয়া বলেন, আমি এটার সঙ্গে সরাসরি জড়িত না। আমি শুধু ড্রেজার ভাড়া দিয়েছি। যতটুকু শুনেছি নদী খননের বালু জায়গা না থাকায় এক জায়গায় রাখা হচ্ছে। এর বেশি আমি জানি না। বালু তোলার তদারকিতে থাকা সোহেল মিয়া বলেন, এ জায়গা থেকে বালু উঠানোর জন্য সরকারের কাছে আবেদন করে রাখা হয়েছে। আমরা ইজারা পাব আশা করছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, ওই জায়গায় বালু তোলার অনুমতি নেই। সেখানে একাধিকবার অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা এবং ড্রেজার ও নৌকা নষ্ট করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
তিতাসে দেদার বালু লুট
তিন মাস ধরে তোলা হচ্ছে বালু, নদী ভাঙনের শঙ্কা
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর