নওগাঁর আত্রাই নদীর সমসপাড়া ফেরিঘাট এবং ছোট যমুনার আটগ্রাম ভুপনার ঘাটে দুটি সেতুর অভাবে নৌকা পারাপার হন শতাধিক গ্রামের মানুষ। বছরের পর বছর এ দুই স্থানে সেতু নির্মাণের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও আজও দৃশ্যমান কোনো কাজ না হওয়ায় হতাশ স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামের বাসিন্দা কলেজছাত্র আবদুল আলিম বলেন, দেশে দুর্বার গতিতে উন্নয়ন চলছে দেখে খুবই ভালো লাগে। যখন দেখি পারাপারের জন্য আমাদের ফেরিঘাটে এসে প্রতিদিন নৌকার জন্য অপেক্ষা করতে হয় তখন মন খারাপ হয়। সমসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, উত্তরের গণভবন থেকে সড়ক পথে কবিগুরুর একমাত্র কাচারিবাড়ি আত্রাইয়ের পরিতসরের সঙ্গে সরাসরি সহজ যোগাযোগ মাধ্যমে ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া সড়ক। আত্রাই নদীর ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া ফেরিঘাটে সেতুর অভাবে সহজ পথ কঠিন হয়ে আছে। নদীর দক্ষিণ পাশের কয়েকটি গ্রামে থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝড়বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন খেয়া নৌকায় নদী পাড়ি দিয়ে সমসপাড়া স্কুলে আসতে হয়। বর্ষা মৌসুমে অনেকে ঘাটে এসে নৌকা পার হওয়ার সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট করে ফেলে। আটগ্রামের শিক্ষক মতিউর রহমান বলেন, প্রতিদিন ২০-২৫টি গ্রামের লোক নিজ উপজেলা আত্রাই, রাণীনগর ও নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে যেতে নৌকায় নদী পার হন। ঘাটে অনেক সময় যাত্রী পর্যাপ্ত না হলে নৌকা ছাড়ে না। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তা না হলে দড়ি টেনে নিজেকেই নৌকা করে পার হতে হয়। এভাবে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন দুই ঘাটের শতাধিক গ্রামের মানুষ। রাণীনগরের ত্রিমোহনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বছরের পর বছর দুটি সেতুর অভাবে এলাকার সার্বিক উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে। বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, রোগীদের চিকিৎসা সেবা নিতে, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ঘাটে এসে সমস্যায় পাড়াতে হয়। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, এ দুই ঘাটে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হলে তা বাতিল করা হয়েছে। নতুন করে প্রস্তাব পাঠাব। স্থানীয় এমপি আনোয়ার হোসেন বলেন, দুই ঘাটে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। আমি এমপি হওয়ার পর থেকে জাতীয় সংসদে দুটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি।
শিরোনাম
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
নদী পারাপারে নৌকাই ভরসা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম