নওগাঁর আত্রাই নদীর সমসপাড়া ফেরিঘাট এবং ছোট যমুনার আটগ্রাম ভুপনার ঘাটে দুটি সেতুর অভাবে নৌকা পারাপার হন শতাধিক গ্রামের মানুষ। বছরের পর বছর এ দুই স্থানে সেতু নির্মাণের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও আজও দৃশ্যমান কোনো কাজ না হওয়ায় হতাশ স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামের বাসিন্দা কলেজছাত্র আবদুল আলিম বলেন, দেশে দুর্বার গতিতে উন্নয়ন চলছে দেখে খুবই ভালো লাগে। যখন দেখি পারাপারের জন্য আমাদের ফেরিঘাটে এসে প্রতিদিন নৌকার জন্য অপেক্ষা করতে হয় তখন মন খারাপ হয়। সমসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, উত্তরের গণভবন থেকে সড়ক পথে কবিগুরুর একমাত্র কাচারিবাড়ি আত্রাইয়ের পরিতসরের সঙ্গে সরাসরি সহজ যোগাযোগ মাধ্যমে ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া সড়ক। আত্রাই নদীর ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া ফেরিঘাটে সেতুর অভাবে সহজ পথ কঠিন হয়ে আছে। নদীর দক্ষিণ পাশের কয়েকটি গ্রামে থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝড়বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন খেয়া নৌকায় নদী পাড়ি দিয়ে সমসপাড়া স্কুলে আসতে হয়। বর্ষা মৌসুমে অনেকে ঘাটে এসে নৌকা পার হওয়ার সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট করে ফেলে। আটগ্রামের শিক্ষক মতিউর রহমান বলেন, প্রতিদিন ২০-২৫টি গ্রামের লোক নিজ উপজেলা আত্রাই, রাণীনগর ও নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে যেতে নৌকায় নদী পার হন। ঘাটে অনেক সময় যাত্রী পর্যাপ্ত না হলে নৌকা ছাড়ে না। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তা না হলে দড়ি টেনে নিজেকেই নৌকা করে পার হতে হয়। এভাবে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন দুই ঘাটের শতাধিক গ্রামের মানুষ। রাণীনগরের ত্রিমোহনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বছরের পর বছর দুটি সেতুর অভাবে এলাকার সার্বিক উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে। বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, রোগীদের চিকিৎসা সেবা নিতে, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ঘাটে এসে সমস্যায় পাড়াতে হয়। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, এ দুই ঘাটে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হলে তা বাতিল করা হয়েছে। নতুন করে প্রস্তাব পাঠাব। স্থানীয় এমপি আনোয়ার হোসেন বলেন, দুই ঘাটে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। আমি এমপি হওয়ার পর থেকে জাতীয় সংসদে দুটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নদী পারাপারে নৌকাই ভরসা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর