নওগাঁর আত্রাই নদীর সমসপাড়া ফেরিঘাট এবং ছোট যমুনার আটগ্রাম ভুপনার ঘাটে দুটি সেতুর অভাবে নৌকা পারাপার হন শতাধিক গ্রামের মানুষ। বছরের পর বছর এ দুই স্থানে সেতু নির্মাণের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও আজও দৃশ্যমান কোনো কাজ না হওয়ায় হতাশ স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামের বাসিন্দা কলেজছাত্র আবদুল আলিম বলেন, দেশে দুর্বার গতিতে উন্নয়ন চলছে দেখে খুবই ভালো লাগে। যখন দেখি পারাপারের জন্য আমাদের ফেরিঘাটে এসে প্রতিদিন নৌকার জন্য অপেক্ষা করতে হয় তখন মন খারাপ হয়। সমসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, উত্তরের গণভবন থেকে সড়ক পথে কবিগুরুর একমাত্র কাচারিবাড়ি আত্রাইয়ের পরিতসরের সঙ্গে সরাসরি সহজ যোগাযোগ মাধ্যমে ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া সড়ক। আত্রাই নদীর ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া ফেরিঘাটে সেতুর অভাবে সহজ পথ কঠিন হয়ে আছে। নদীর দক্ষিণ পাশের কয়েকটি গ্রামে থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝড়বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন খেয়া নৌকায় নদী পাড়ি দিয়ে সমসপাড়া স্কুলে আসতে হয়। বর্ষা মৌসুমে অনেকে ঘাটে এসে নৌকা পার হওয়ার সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট করে ফেলে। আটগ্রামের শিক্ষক মতিউর রহমান বলেন, প্রতিদিন ২০-২৫টি গ্রামের লোক নিজ উপজেলা আত্রাই, রাণীনগর ও নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে যেতে নৌকায় নদী পার হন। ঘাটে অনেক সময় যাত্রী পর্যাপ্ত না হলে নৌকা ছাড়ে না। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তা না হলে দড়ি টেনে নিজেকেই নৌকা করে পার হতে হয়। এভাবে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন দুই ঘাটের শতাধিক গ্রামের মানুষ। রাণীনগরের ত্রিমোহনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বছরের পর বছর দুটি সেতুর অভাবে এলাকার সার্বিক উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে। বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, রোগীদের চিকিৎসা সেবা নিতে, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ঘাটে এসে সমস্যায় পাড়াতে হয়। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, এ দুই ঘাটে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হলে তা বাতিল করা হয়েছে। নতুন করে প্রস্তাব পাঠাব। স্থানীয় এমপি আনোয়ার হোসেন বলেন, দুই ঘাটে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। আমি এমপি হওয়ার পর থেকে জাতীয় সংসদে দুটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা