নওগাঁর আত্রাই নদীর সমসপাড়া ফেরিঘাট এবং ছোট যমুনার আটগ্রাম ভুপনার ঘাটে দুটি সেতুর অভাবে নৌকা পারাপার হন শতাধিক গ্রামের মানুষ। বছরের পর বছর এ দুই স্থানে সেতু নির্মাণের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও আজও দৃশ্যমান কোনো কাজ না হওয়ায় হতাশ স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামের বাসিন্দা কলেজছাত্র আবদুল আলিম বলেন, দেশে দুর্বার গতিতে উন্নয়ন চলছে দেখে খুবই ভালো লাগে। যখন দেখি পারাপারের জন্য আমাদের ফেরিঘাটে এসে প্রতিদিন নৌকার জন্য অপেক্ষা করতে হয় তখন মন খারাপ হয়। সমসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, উত্তরের গণভবন থেকে সড়ক পথে কবিগুরুর একমাত্র কাচারিবাড়ি আত্রাইয়ের পরিতসরের সঙ্গে সরাসরি সহজ যোগাযোগ মাধ্যমে ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া সড়ক। আত্রাই নদীর ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া ফেরিঘাটে সেতুর অভাবে সহজ পথ কঠিন হয়ে আছে। নদীর দক্ষিণ পাশের কয়েকটি গ্রামে থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝড়বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন খেয়া নৌকায় নদী পাড়ি দিয়ে সমসপাড়া স্কুলে আসতে হয়। বর্ষা মৌসুমে অনেকে ঘাটে এসে নৌকা পার হওয়ার সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট করে ফেলে। আটগ্রামের শিক্ষক মতিউর রহমান বলেন, প্রতিদিন ২০-২৫টি গ্রামের লোক নিজ উপজেলা আত্রাই, রাণীনগর ও নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে যেতে নৌকায় নদী পার হন। ঘাটে অনেক সময় যাত্রী পর্যাপ্ত না হলে নৌকা ছাড়ে না। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তা না হলে দড়ি টেনে নিজেকেই নৌকা করে পার হতে হয়। এভাবে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন দুই ঘাটের শতাধিক গ্রামের মানুষ। রাণীনগরের ত্রিমোহনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বছরের পর বছর দুটি সেতুর অভাবে এলাকার সার্বিক উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে। বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, রোগীদের চিকিৎসা সেবা নিতে, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ঘাটে এসে সমস্যায় পাড়াতে হয়। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, এ দুই ঘাটে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হলে তা বাতিল করা হয়েছে। নতুন করে প্রস্তাব পাঠাব। স্থানীয় এমপি আনোয়ার হোসেন বলেন, দুই ঘাটে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। আমি এমপি হওয়ার পর থেকে জাতীয় সংসদে দুটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
নদী পারাপারে নৌকাই ভরসা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর