নওগাঁর আত্রাই নদীর সমসপাড়া ফেরিঘাট এবং ছোট যমুনার আটগ্রাম ভুপনার ঘাটে দুটি সেতুর অভাবে নৌকা পারাপার হন শতাধিক গ্রামের মানুষ। বছরের পর বছর এ দুই স্থানে সেতু নির্মাণের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও আজও দৃশ্যমান কোনো কাজ না হওয়ায় হতাশ স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামের বাসিন্দা কলেজছাত্র আবদুল আলিম বলেন, দেশে দুর্বার গতিতে উন্নয়ন চলছে দেখে খুবই ভালো লাগে। যখন দেখি পারাপারের জন্য আমাদের ফেরিঘাটে এসে প্রতিদিন নৌকার জন্য অপেক্ষা করতে হয় তখন মন খারাপ হয়। সমসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, উত্তরের গণভবন থেকে সড়ক পথে কবিগুরুর একমাত্র কাচারিবাড়ি আত্রাইয়ের পরিতসরের সঙ্গে সরাসরি সহজ যোগাযোগ মাধ্যমে ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া সড়ক। আত্রাই নদীর ভাঙ্গাজাঙ্গাল-সমসপাড়া ফেরিঘাটে সেতুর অভাবে সহজ পথ কঠিন হয়ে আছে। নদীর দক্ষিণ পাশের কয়েকটি গ্রামে থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝড়বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন খেয়া নৌকায় নদী পাড়ি দিয়ে সমসপাড়া স্কুলে আসতে হয়। বর্ষা মৌসুমে অনেকে ঘাটে এসে নৌকা পার হওয়ার সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট করে ফেলে। আটগ্রামের শিক্ষক মতিউর রহমান বলেন, প্রতিদিন ২০-২৫টি গ্রামের লোক নিজ উপজেলা আত্রাই, রাণীনগর ও নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে যেতে নৌকায় নদী পার হন। ঘাটে অনেক সময় যাত্রী পর্যাপ্ত না হলে নৌকা ছাড়ে না। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তা না হলে দড়ি টেনে নিজেকেই নৌকা করে পার হতে হয়। এভাবে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন দুই ঘাটের শতাধিক গ্রামের মানুষ। রাণীনগরের ত্রিমোহনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বছরের পর বছর দুটি সেতুর অভাবে এলাকার সার্বিক উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে। বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, রোগীদের চিকিৎসা সেবা নিতে, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ঘাটে এসে সমস্যায় পাড়াতে হয়। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, এ দুই ঘাটে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হলে তা বাতিল করা হয়েছে। নতুন করে প্রস্তাব পাঠাব। স্থানীয় এমপি আনোয়ার হোসেন বলেন, দুই ঘাটে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। আমি এমপি হওয়ার পর থেকে জাতীয় সংসদে দুটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা