বাগেরহাটে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহার করায় নষ্ট হয়েছে কৃষকদের শত শত একর আমন ধান খেত। সদর উপজেলার ডেমা ইউনিয়নের হেদায়েতপুর বিলের কৃষকরা এই ক্ষতির শিকার হয়েছেন। ভুক্তভোগী কৃষকরা জানান, তারা কেউ ব্যাংক থেকে, কেউ এনজিও থেকে ঋণ নিয়ে আমন ধান আবাদ করেছেন। এ আমন ধানই তাদের একমাত্র ভরসা। এ থেকে সারা বছরের খাবার ছাড়াও ধান বিক্রি করে দায়দেনাসহ সব ধরনের প্রয়োজন মিটিয়ে থাকেন কৃষকরা। তারা নিজের জমি ছাড়াও বর্গা বা লিজ নিয়ে চাষাবাদ করেছেন। কিন্তু এ বছর স্থানীয় ডিলারের দেওয়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহার করে নষ্ট হয়ে গেছে তাদের ধান। কৃষকরা আরও জানান, বীজতলা থেকে জমিতে চারা লাগানোর পর তারা সন্তানের মতো যত্ন করেছেন ধান খেত। ধানে ফলন আসার আগেই জমিতে লেদা ও পারলি পোকা আক্রমণ করে। এর প্রতিষেধক হিসেবে তারা ডেমা ইউনিয়নে বিসিআইসি অনুমোদিত সার ডিলার অমিও এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকুঞ্জি করিম হোসেনের কাছ থেকে ‘সিনজেনটা’ কোম্পানির ‘ভিরতাকো’ নামে একটি কীটনাশক ক্রয় করে ব্যবহার করেন। কিন্তু এই কীটনাশক ব্যবহার করে কোনো উপকার হয়নি তাদের। চোখের সামনেই শেষ হয়ে গেছে তাদের স্বপ্ন। পরে তাদের ব্যবহার করা কীটনাশকের প্যাকেটের গায়ে দেখতে পান এর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন দিশাহারা তারা। কৃষক গাজী বাবর আলী জানান, তিনি ৬০ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। প্রথমদিকে ধান খুবই ভালো ছিল। লেদা পোকায় আক্রমণ করলে তিনি কাশিমপুর বাজারের করিমের কাছ থেকে ‘ভিরতাকো’ নামে কীটনাশক ক্রয় করে ব্যবহার করেন। পরপর চারবার দিয়েও কোনো প্রতিকার না পেয়ে প্যাকেটের গায়ে দেখেন কীটনাশকের মেয়াদ নেই। কৃষক লোকমান শেখ জানান, তিনি লিজ নিয়ে দুই একর জমিতে আমন চাষ করেছেন। এর জন্য তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন। অথচ মেয়াদোত্তীর্ণ কীটনাশকের কারণে সব শেষ হয়ে গেছে। কৃষক নজরুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, শেখ জিল্লুর রহমান জানান, আমন ধানই তাদের একমাত্র ভরসা ছিল। তারা সবাই ব্যাংক থেকে ঋণ নিয়ে জমিতে ধান লাগিয়েছিলেন। কিন্তু ডিলার করিমের কাছ থেকে নেওয়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক তাদের শেষ করে দিয়েছে। তারা এই ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণ দাবি করেন। কীটনাশক ডিলার অমিও এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকুঞ্জি করিম হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করিনি।’ বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্ত বলেন, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা অপরাধ। বিষয়টি জানার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে তদন্ত হচ্ছে। কীটনাশক ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ