বাগেরহাটে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহার করায় নষ্ট হয়েছে কৃষকদের শত শত একর আমন ধান খেত। সদর উপজেলার ডেমা ইউনিয়নের হেদায়েতপুর বিলের কৃষকরা এই ক্ষতির শিকার হয়েছেন। ভুক্তভোগী কৃষকরা জানান, তারা কেউ ব্যাংক থেকে, কেউ এনজিও থেকে ঋণ নিয়ে আমন ধান আবাদ করেছেন। এ আমন ধানই তাদের একমাত্র ভরসা। এ থেকে সারা বছরের খাবার ছাড়াও ধান বিক্রি করে দায়দেনাসহ সব ধরনের প্রয়োজন মিটিয়ে থাকেন কৃষকরা। তারা নিজের জমি ছাড়াও বর্গা বা লিজ নিয়ে চাষাবাদ করেছেন। কিন্তু এ বছর স্থানীয় ডিলারের দেওয়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহার করে নষ্ট হয়ে গেছে তাদের ধান। কৃষকরা আরও জানান, বীজতলা থেকে জমিতে চারা লাগানোর পর তারা সন্তানের মতো যত্ন করেছেন ধান খেত। ধানে ফলন আসার আগেই জমিতে লেদা ও পারলি পোকা আক্রমণ করে। এর প্রতিষেধক হিসেবে তারা ডেমা ইউনিয়নে বিসিআইসি অনুমোদিত সার ডিলার অমিও এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকুঞ্জি করিম হোসেনের কাছ থেকে ‘সিনজেনটা’ কোম্পানির ‘ভিরতাকো’ নামে একটি কীটনাশক ক্রয় করে ব্যবহার করেন। কিন্তু এই কীটনাশক ব্যবহার করে কোনো উপকার হয়নি তাদের। চোখের সামনেই শেষ হয়ে গেছে তাদের স্বপ্ন। পরে তাদের ব্যবহার করা কীটনাশকের প্যাকেটের গায়ে দেখতে পান এর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন দিশাহারা তারা। কৃষক গাজী বাবর আলী জানান, তিনি ৬০ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। প্রথমদিকে ধান খুবই ভালো ছিল। লেদা পোকায় আক্রমণ করলে তিনি কাশিমপুর বাজারের করিমের কাছ থেকে ‘ভিরতাকো’ নামে কীটনাশক ক্রয় করে ব্যবহার করেন। পরপর চারবার দিয়েও কোনো প্রতিকার না পেয়ে প্যাকেটের গায়ে দেখেন কীটনাশকের মেয়াদ নেই। কৃষক লোকমান শেখ জানান, তিনি লিজ নিয়ে দুই একর জমিতে আমন চাষ করেছেন। এর জন্য তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন। অথচ মেয়াদোত্তীর্ণ কীটনাশকের কারণে সব শেষ হয়ে গেছে। কৃষক নজরুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, শেখ জিল্লুর রহমান জানান, আমন ধানই তাদের একমাত্র ভরসা ছিল। তারা সবাই ব্যাংক থেকে ঋণ নিয়ে জমিতে ধান লাগিয়েছিলেন। কিন্তু ডিলার করিমের কাছ থেকে নেওয়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক তাদের শেষ করে দিয়েছে। তারা এই ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণ দাবি করেন। কীটনাশক ডিলার অমিও এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকুঞ্জি করিম হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করিনি।’ বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্ত বলেন, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা অপরাধ। বিষয়টি জানার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে তদন্ত হচ্ছে। কীটনাশক ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
মেয়াদোত্তীর্ণ কীটনাশকে স্বপ্নভঙ্গ
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর