মানিকগঞ্জে গতকাল ড্রাম ট্রাকচাপায় নানা-নাতিসহ অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা-নসিমন সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর- মানিকগঞ্জ : সকাল ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন আহত হন। নিহতরা হলেন- অটোরিকশাচালক সদর উপজেলার বরুন্ডি গ্রামের শাহীন মোল্লা (৪২) এবং যাত্রী মুন্সীগঞ্জের দক্ষিণ চারীগাঁও গ্রামের জসিম তালুকদার (৪৫) ও তার নাতি ইয়াসিন (৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির ড্রাম ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন অন্য যাত্রীরা। তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুজন মারা যান। মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিরাজগঞ্জ : তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন অটোচালক পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সাইদুর রহমান (২৭)। নিহত অপরজন নারী যাত্রী। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নসিমন চালক পালিয়ে গেছেন।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জে ড্রাম ট্রাকচাপায় নানা-নাতিসহ নিহত ৩
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর