নওগাঁর বদলগাছীতে চারটি স্কুলমাঠে হাট বসে। এতে স্কুলগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা। জানা যায়, বদলগাছী সদরে সরকারি মডেল পাইলট হাইস্কুল ও মডেল সরকারি প্রাথমিক স্কুল একই স্থানে অবস্থিত। দুই স্কুলের শিক্ষার্থীরা একই মাঠ ব্যবহার করে। সেখানে সপ্তাহে শনি ও বুধবার দুই দিন হাট বসে। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচা তরিতরকারি পাইকারি কেনাবেচা হয়। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা কাঁচামাল কিনে বড় বড় ট্রাক লোড করেন। ফলে মাঠের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়ে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। ব্যাপক কর্দমাক্ত হওয়ায় মাঠের মধ্য দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। হাটের দিনগুলোতে বেশির ভাগ শিক্ষার্থী হাটের মধ্য দিয়ে চলতে গিয়ে জুতা-প্যান্ট কর্দমাক্ত হয়ে ঠেলাঠেলি করে স্কুলে পৌঁছে। মেয়ে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ে। অনেক মেয়ে শিক্ষার্থী হাটের মধ্যে ইভ টিজিংয়ের শিকার হলেও লজ্জায় কাউকে বলতে পারে না। বাসায় ফিরে বাবা-মাকে জানালেও তারা কিছু করতে পারে না। বদলগাছী হাটের দক্ষিণ পাশ রাস্তাটি হাটের দিন মুরগি, হাঁস, কবুতর ও দুধ বিক্রেতাদের দখলে থাকায় শিশু শিক্ষার্থীদের খুব কষ্ট হয়। উপজেলার সর্ববৃহৎ কোলাহাটে রয়েছে আদর্শ ডিগ্রি কলেজ, বিজলী হাইস্কুল ও প্রাথমিক স্কুলসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। ভান্ডারপুরেও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ভান্ডারপুর দ্বিমুখী হাইস্কুল, সরকারি প্রাথমিক স্কুল ও সাবিত্রি বালিকা বিদ্যালয়। ভান্ডারপুর স্কুলমাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচামালের পাইকারি বাজার বসে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। উপজেলার আরও একটি বৃহৎ হাট গোবরচাঁপা। রয়েছে ডিগ্রি কলেজ, হাইস্কুল ও সরকারি প্রাথমিক স্কুল। দুপুরের পর থেকে গরু কেনাবেচার হাট বসে। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো দখল করে দেদার হাট ইজারাদাররা দীর্ঘদিন থেকে তাদের হাট-বাজারের কার্যক্রম পরিচালনা করে এলেও দেখার কেউ নেই। শিক্ষানুরাগী মোস্তফা মাহমুদ গোলাম জানান, ভান্ডারপুর হাট-বাজারের দিন স্কুলমাঠ দখল করে হাট-বাজার বসানোর জন্য শিক্ষর্থীদের চরম হয়রানি হতে হয়। স্কুলের মাঠ নষ্ট হয়। গোবরচাঁপা হাট ডিগ্রি কলেজের শিক্ষক মেহেদি হাসান মিল্টন বলেন, স্কুলমাঠে হাট না বসানো এলাকাবাসীর প্রাণের দাবি। স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার মান ঠিক রাখতে হলে স্কুলমাঠে হাট বসানো বন্ধ করতে হবে। স্কুলগুলোর প্রধান শিক্ষকরা একই সুরে বলেন, স্কুলের দিন স্কুলমাঠে হাট বসানোর কারণে শিক্ষার্থীদের চলাচল ও শিক্ষকদের পাঠদান ব্যাপকভাবে বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। বদলগাছী সদরের হাট ও গোবরচাঁপা হাট ইজারাদার জনি জানান, গোবরচাঁপা হাট স্কুলমাঠে হাট বসে তার জন্য স্কুল কর্তৃপক্ষকে টাকা দেওয়া হয়। কোলাহাট ইজারাদার ফেরদৌস হোসেন জানান, স্কুল ও কলেজের মাঠ ব্যবহার করার জন্য ব্যক্তিগতভাবে স্কুল কর্তৃপক্ষকে মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়। বদলগাছী ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি নজরে রয়েছে। আলোচনা করে দ্রুত স্কুলমাঠ থেকে হাট স্থানান্তরে পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে