নওগাঁর বদলগাছীতে চারটি স্কুলমাঠে হাট বসে। এতে স্কুলগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা। জানা যায়, বদলগাছী সদরে সরকারি মডেল পাইলট হাইস্কুল ও মডেল সরকারি প্রাথমিক স্কুল একই স্থানে অবস্থিত। দুই স্কুলের শিক্ষার্থীরা একই মাঠ ব্যবহার করে। সেখানে সপ্তাহে শনি ও বুধবার দুই দিন হাট বসে। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচা তরিতরকারি পাইকারি কেনাবেচা হয়। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা কাঁচামাল কিনে বড় বড় ট্রাক লোড করেন। ফলে মাঠের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়ে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। ব্যাপক কর্দমাক্ত হওয়ায় মাঠের মধ্য দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। হাটের দিনগুলোতে বেশির ভাগ শিক্ষার্থী হাটের মধ্য দিয়ে চলতে গিয়ে জুতা-প্যান্ট কর্দমাক্ত হয়ে ঠেলাঠেলি করে স্কুলে পৌঁছে। মেয়ে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ে। অনেক মেয়ে শিক্ষার্থী হাটের মধ্যে ইভ টিজিংয়ের শিকার হলেও লজ্জায় কাউকে বলতে পারে না। বাসায় ফিরে বাবা-মাকে জানালেও তারা কিছু করতে পারে না। বদলগাছী হাটের দক্ষিণ পাশ রাস্তাটি হাটের দিন মুরগি, হাঁস, কবুতর ও দুধ বিক্রেতাদের দখলে থাকায় শিশু শিক্ষার্থীদের খুব কষ্ট হয়। উপজেলার সর্ববৃহৎ কোলাহাটে রয়েছে আদর্শ ডিগ্রি কলেজ, বিজলী হাইস্কুল ও প্রাথমিক স্কুলসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। ভান্ডারপুরেও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ভান্ডারপুর দ্বিমুখী হাইস্কুল, সরকারি প্রাথমিক স্কুল ও সাবিত্রি বালিকা বিদ্যালয়। ভান্ডারপুর স্কুলমাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচামালের পাইকারি বাজার বসে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। উপজেলার আরও একটি বৃহৎ হাট গোবরচাঁপা। রয়েছে ডিগ্রি কলেজ, হাইস্কুল ও সরকারি প্রাথমিক স্কুল। দুপুরের পর থেকে গরু কেনাবেচার হাট বসে। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো দখল করে দেদার হাট ইজারাদাররা দীর্ঘদিন থেকে তাদের হাট-বাজারের কার্যক্রম পরিচালনা করে এলেও দেখার কেউ নেই। শিক্ষানুরাগী মোস্তফা মাহমুদ গোলাম জানান, ভান্ডারপুর হাট-বাজারের দিন স্কুলমাঠ দখল করে হাট-বাজার বসানোর জন্য শিক্ষর্থীদের চরম হয়রানি হতে হয়। স্কুলের মাঠ নষ্ট হয়। গোবরচাঁপা হাট ডিগ্রি কলেজের শিক্ষক মেহেদি হাসান মিল্টন বলেন, স্কুলমাঠে হাট না বসানো এলাকাবাসীর প্রাণের দাবি। স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার মান ঠিক রাখতে হলে স্কুলমাঠে হাট বসানো বন্ধ করতে হবে। স্কুলগুলোর প্রধান শিক্ষকরা একই সুরে বলেন, স্কুলের দিন স্কুলমাঠে হাট বসানোর কারণে শিক্ষার্থীদের চলাচল ও শিক্ষকদের পাঠদান ব্যাপকভাবে বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। বদলগাছী সদরের হাট ও গোবরচাঁপা হাট ইজারাদার জনি জানান, গোবরচাঁপা হাট স্কুলমাঠে হাট বসে তার জন্য স্কুল কর্তৃপক্ষকে টাকা দেওয়া হয়। কোলাহাট ইজারাদার ফেরদৌস হোসেন জানান, স্কুল ও কলেজের মাঠ ব্যবহার করার জন্য ব্যক্তিগতভাবে স্কুল কর্তৃপক্ষকে মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়। বদলগাছী ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি নজরে রয়েছে। আলোচনা করে দ্রুত স্কুলমাঠ থেকে হাট স্থানান্তরে পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
স্কুলমাঠে হাট, পাঠদান ব্যাহত
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর