মাদারীপুরে এক বিকাশকর্মীর পরিকল্পনায় নিজের ভায়রাকে দিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়। পরিকল্পনা মতো ওই বিকাশকর্মী আল-আমিনকে কুপিয়ে ছিনিয়ে নেওয়া হয় টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার টাকা। মাদারীপুরের পুলিশ সুপার শফিউর রহমান গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রেসব্রিফিংয়ে বলা হয়, ৭ জুলাই পূর্বপরিকল্পনা মতে বিকাশকর্মী আল-আমিন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ দুধখালী এলাকায় যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসে চারজন গতিরোধ করে আল-আমিনকে কুপিয়ে বিকাশের ১৮ লাখ টাকা নিয়ে যায়।