রাঙামাটির কাউখালীতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বিল্লাল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতরা হলেন- ফাতেমা আক্তার (২৬) ও তার মা আয়েশা খাতুন (৬১)। কাউখালী উপজেলার কাশখালী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি ফাতেমা আক্তারের স্বামী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে রাঙামাটির কাউখালীর কাশখালী এলাকায় শ্বশুর বাড়িতে আসেন বিল্লাল। কোনো কারণে তার সঙ্গে কথা কাটাকাটি হয় স্ত্রী ফাতেমার। রাগ করে ঘর থেকে বের হয়ে যান তিনি। মধ্যরাতে কাঁচা ঘরের পেছনের মাটি খুঁড়ে প্রবেশ করে বিল্লাল। ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে গলা কেটে দুজনকে হত্যা করে। তখন তার দুই বছরের শিশুর ঘুম ভাঙলে কান্না শুরু করে। কান্নার শব্দে বেড়িয়ে আসে পাশের বাড়ির রোকেয়া বেগম। তিনি শিশুটির মা ও নানির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে থানায় জানান। এর আগেই পালিয়ে যায় বিল্লাল। স্থানীয়দের সহায়তায় উপজেলার বেতছড়ির পাইন বাগান এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। এ ব্যাপারে ফাতেমার ভাই ইসমাইল বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেছেন। দুজনের লাশ পাঠানো হয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে। ফাতেমার ভাই ইসমাইল বলেন, আমি এ হত্যার বিচার চাই। বোনকে কুমিল্লায় বিয়ে দিয়েছিলাম তিন বছর আগে। এক দিনের জন্য বিল্লাহ তাকে শান্তি দেয়নি। নানাভাবে অত্যাচার করত। নির্যাতন সহ্য করতে না পেরে ২৯ জুলাই বাপের বাড়ি চলে আসে। ঘাতক স্বামী এখানেও তাকে বাঁচতে দিল না।
শিরোনাম
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা
যুবক আটক
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর