রাঙামাটির কাউখালীতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বিল্লাল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতরা হলেন- ফাতেমা আক্তার (২৬) ও তার মা আয়েশা খাতুন (৬১)। কাউখালী উপজেলার কাশখালী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি ফাতেমা আক্তারের স্বামী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে রাঙামাটির কাউখালীর কাশখালী এলাকায় শ্বশুর বাড়িতে আসেন বিল্লাল। কোনো কারণে তার সঙ্গে কথা কাটাকাটি হয় স্ত্রী ফাতেমার। রাগ করে ঘর থেকে বের হয়ে যান তিনি। মধ্যরাতে কাঁচা ঘরের পেছনের মাটি খুঁড়ে প্রবেশ করে বিল্লাল। ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে গলা কেটে দুজনকে হত্যা করে। তখন তার দুই বছরের শিশুর ঘুম ভাঙলে কান্না শুরু করে। কান্নার শব্দে বেড়িয়ে আসে পাশের বাড়ির রোকেয়া বেগম। তিনি শিশুটির মা ও নানির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে থানায় জানান। এর আগেই পালিয়ে যায় বিল্লাল। স্থানীয়দের সহায়তায় উপজেলার বেতছড়ির পাইন বাগান এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। এ ব্যাপারে ফাতেমার ভাই ইসমাইল বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেছেন। দুজনের লাশ পাঠানো হয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে। ফাতেমার ভাই ইসমাইল বলেন, আমি এ হত্যার বিচার চাই। বোনকে কুমিল্লায় বিয়ে দিয়েছিলাম তিন বছর আগে। এক দিনের জন্য বিল্লাহ তাকে শান্তি দেয়নি। নানাভাবে অত্যাচার করত। নির্যাতন সহ্য করতে না পেরে ২৯ জুলাই বাপের বাড়ি চলে আসে। ঘাতক স্বামী এখানেও তাকে বাঁচতে দিল না।
শিরোনাম
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?