রাঙামাটির কাউখালীতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বিল্লাল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতরা হলেন- ফাতেমা আক্তার (২৬) ও তার মা আয়েশা খাতুন (৬১)। কাউখালী উপজেলার কাশখালী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি ফাতেমা আক্তারের স্বামী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে রাঙামাটির কাউখালীর কাশখালী এলাকায় শ্বশুর বাড়িতে আসেন বিল্লাল। কোনো কারণে তার সঙ্গে কথা কাটাকাটি হয় স্ত্রী ফাতেমার। রাগ করে ঘর থেকে বের হয়ে যান তিনি। মধ্যরাতে কাঁচা ঘরের পেছনের মাটি খুঁড়ে প্রবেশ করে বিল্লাল। ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে গলা কেটে দুজনকে হত্যা করে। তখন তার দুই বছরের শিশুর ঘুম ভাঙলে কান্না শুরু করে। কান্নার শব্দে বেড়িয়ে আসে পাশের বাড়ির রোকেয়া বেগম। তিনি শিশুটির মা ও নানির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে থানায় জানান। এর আগেই পালিয়ে যায় বিল্লাল। স্থানীয়দের সহায়তায় উপজেলার বেতছড়ির পাইন বাগান এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। এ ব্যাপারে ফাতেমার ভাই ইসমাইল বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেছেন। দুজনের লাশ পাঠানো হয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে। ফাতেমার ভাই ইসমাইল বলেন, আমি এ হত্যার বিচার চাই। বোনকে কুমিল্লায় বিয়ে দিয়েছিলাম তিন বছর আগে। এক দিনের জন্য বিল্লাহ তাকে শান্তি দেয়নি। নানাভাবে অত্যাচার করত। নির্যাতন সহ্য করতে না পেরে ২৯ জুলাই বাপের বাড়ি চলে আসে। ঘাতক স্বামী এখানেও তাকে বাঁচতে দিল না।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা
যুবক আটক
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর