রাঙামাটির কাউখালীতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বিল্লাল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতরা হলেন- ফাতেমা আক্তার (২৬) ও তার মা আয়েশা খাতুন (৬১)। কাউখালী উপজেলার কাশখালী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি ফাতেমা আক্তারের স্বামী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে রাঙামাটির কাউখালীর কাশখালী এলাকায় শ্বশুর বাড়িতে আসেন বিল্লাল। কোনো কারণে তার সঙ্গে কথা কাটাকাটি হয় স্ত্রী ফাতেমার। রাগ করে ঘর থেকে বের হয়ে যান তিনি। মধ্যরাতে কাঁচা ঘরের পেছনের মাটি খুঁড়ে প্রবেশ করে বিল্লাল। ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে গলা কেটে দুজনকে হত্যা করে। তখন তার দুই বছরের শিশুর ঘুম ভাঙলে কান্না শুরু করে। কান্নার শব্দে বেড়িয়ে আসে পাশের বাড়ির রোকেয়া বেগম। তিনি শিশুটির মা ও নানির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে থানায় জানান। এর আগেই পালিয়ে যায় বিল্লাল। স্থানীয়দের সহায়তায় উপজেলার বেতছড়ির পাইন বাগান এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। এ ব্যাপারে ফাতেমার ভাই ইসমাইল বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেছেন। দুজনের লাশ পাঠানো হয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে। ফাতেমার ভাই ইসমাইল বলেন, আমি এ হত্যার বিচার চাই। বোনকে কুমিল্লায় বিয়ে দিয়েছিলাম তিন বছর আগে। এক দিনের জন্য বিল্লাহ তাকে শান্তি দেয়নি। নানাভাবে অত্যাচার করত। নির্যাতন সহ্য করতে না পেরে ২৯ জুলাই বাপের বাড়ি চলে আসে। ঘাতক স্বামী এখানেও তাকে বাঁচতে দিল না।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল