যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। মিলের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, সকাল ৯টার দিকে শতাধিক দুর্বৃত্ত মিলগেটে হামলা চালায়। মিলের গেট বন্ধ থাকায় দুর্বৃত্তরা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। পরে তারা মিলের গ্লাস ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে দুর্বৃত্তদের একটি দল আফিল উইভিং জুট মিলে হামলা চালিয়েছে। এ সময় মিলের ভিতরে বিভিন্ন স্থাপনা ও গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।