শিরোনাম
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় সালিশে কথা কাটাকাটির জেরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইসার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার একটি মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে চান্দাইসার গ্রামের সফিক মিয়ার ছেলে সবুজ মিয়ার (২০) সঙ্গে মজলিশপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে শরীফ মিয়ার (১৯) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরীফ মিয়ার পক্ষের লোকজন সবুজ মিয়াকে মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য গতকাল বিকালে মজলিশপুর ও চান্দাইসার গ্রামের মুরুব্বিরা চান্দাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশে বসলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষ দুটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর