গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন অডিটররা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অডিটরদের ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করার দাবিতে কর্মবিরতির পাশাপাশি গণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
জানা যায়, ১০ম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে দাপ্তরিক কাজ বন্ধ রেখে অফিসের প্রধান ফটকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন অডিটররা।