দিনাজপুরের বোচাগঞ্জের বগুলাখারি শ্মশান ঘাট এলাকায় জলাশয় থেকে অরুন চন্দ্র রায় নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউপির বগুলাখারি শ্মশান ঘাট এলাকার জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। অরুন চন্দ্র রায় বিরল উপজেলার সেন গ্রামের দীনেশ রায়ের ছেলে। বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবদুর রহিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ জানায়, বগুলাখারি শ্মশান ঘাট এলাকার জলাশয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
বিরল উপজেলার সেন গ্রামের অরুন চন্দ্র রায় সোমবার মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল সকালে জলাশয়ে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী।