সিলেটের বিশ্বনাথে ভোক্তাদের সুবিধার জন্য ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে। গতকাল বিশ্বনাথ বাসিয়া ব্রিজের পাশে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এখন থেকে ন্যায্যমূল্যের এ দোকান থেকে একজন ক্রেতা ১ লিটার সয়াবিন ১৬৬ টাকায়, ১ কেজি আলু ৭১ টাকা, ১ হালি ডিম ৪৪ টাকা, ১ কেজি পিঁয়াজ ৮১ টাকা ও ১ কেজি চিনি ১২৪ টাকায় ক্রয় করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় জানান, উপজেলার জনসাধারণ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারেন সেজন্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত পাঁচ ধরনের পণ্য নিয়ে সপ্তাহে একদিন এ বিক্রয় কার্যক্রম চলবে।