২০২৪ সালে হবিগঞ্জ জেলায় পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত ৪০ জন শিশুর। সচেতন মহল বলছে, দিন দিন পানিতে ডুবে মৃত্যুর হার বাড়ছে। যার অন্যতম কারণ হচ্ছে সচেতনতার অভাব। বিশেষ করে অভিভাবকদের অসচেতনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটছে। এ ছাড়া অনেক শিশুর প্রাণ যাচ্ছে সাঁতার না শিখার কারণে।
জানা যায়, গত বছর জেলায় পানিতে ডুবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জেলার ভাটি অঞ্চল হিসেবে খ্যাত আজমিরীগঞ্জ উপজেলায়। এ উপজেলায় মৃত্যু হয়েছে জন আট শিশুর। বাহুবল ও লাখাই উপজেলায় সাতজন করে, সদর উপজেলায় ছয়জন, মাধবপুর ও শায়েস্তাগঞ্জে পাঁচজন করে, নবীগঞ্জ উপজেলায় দুজন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে অধিকাংশেরই বয়স পাঁচ বছরের কম। বাড়ির পাশে পুকুর জলাশয়ে ডুবে তাদের মৃত্যু হয়। এর মধ্যে একাধিক স্থানে আবার জোড়া মৃত্যুর ঘটনা রয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, শিশু মৃত্যু রোধ করতে হলে পারিবারিকভাবে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বেশির ভাগ অসচেতনতার জন্যই শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছে।