নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিক সারের বিকল্প হিসেবে মাটির বন্ধু ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন দিন দিন বাড়ছে। অনেকে নিজের চাহিদা মিটানোর পর ভার্মি কম্পোস্ট বিক্রি করে লাভবান হচ্ছেন। কেঁচো সার উৎপাদন ও ব্যবহারে কৃষকের ইতিবাচক সাড়া মিলছে জানায় উপজেলা কৃষি বিভাগ। খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের যুবক ও রানীবন্দর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুকুল চন্দ্র রায় বাণিজ্যিকভাবে ভার্মি কস্পোস্ট উৎপাদন করে ব্যাপক সাড়া ফেলেছেন। তার উৎপাদিত এ জৈব সার সরবরাহ করছেন আশপাশের জেলা-উপজেলায়ও। খরচ বাদ দিয়ে বাড়িতে বসেই মুকুল চন্দ্র প্রতি দেড় মাস অন্তর ২৫-৩০ টাকা আয় করছেন। ভার্মি কম্পোস্ট তৈরির প্রধান উপকরণ জীবিত কেঁচো ১৫০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি করেও তার আসছে অতিরিক্ত অর্থ। লোখাপড়ার পাশাপাশি তার এ সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়েছেন ভার্মি কম্পোস্ট উৎপাদনে। মুকুল চন্দ্র রায় বলেন, ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন বাস্তবায়নে পড়ালেখার পাশাপাশি কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে দুটি রিংয়ের মাধ্যমে ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন শুরু করি। এখন ১২টি রিংয়ে এ সার উৎপাদন করছি। এ জৈব সার বিভিন্ন ফসলে ব্যবহারের জন্য অনেক কৃষক কিনে নেন। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে বৃহৎ পরিসরে ভর্মি কম্পোস্ট উৎপাদন করা সম্ভব। এতে যেমন জৈব সারের চাহিদা মিটবে তেমনি অনেকের কর্মসংস্থানও হবে। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের অন্যতম উপাদান ভার্মি কম্পোস্ট। এ সার ব্যবহারে জমির ঊর্বরতা বাড়ে। ভার্মি কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করলে ফসল উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি পায় এবং ফসলের রোগবালাই কম হয়। চাষাবাদ খরচ কম পড়ে। ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহারে কৃষকদের সচেতন করা হচ্ছে। আগ্রহী কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা।
শিরোনাম
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
মাটির বন্ধু ভার্মি কম্পোস্ট
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর