কুমিল্লা বিসিক শিল্পনগরীর মূল সড়ক প্রায় দুই বছর ধরে জলাবদ্ধ। ড্রেনের পানিতে সড়কটি ডুবে থাকে। নোংরা পানি মাড়িয়ে সবাইকে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া বিসিকে প্রবেশের অন্য তিনটি সড়কও ভাঙাচোরা। বিসিকের শ্রমিকদের ভাষায়, ড্রেনগুলো যেন ডোবা হয়ে আছে! সারা বছরই বিসিক এলাকায় বর্ষাকাল থাকে! এক যুগ ধরে সড়ক ও ড্রেনের জলাবদ্ধতার সমস্যা লেগে আছে। এতে ব্যাহত হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম। ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী, গাড়িচালক, পথচারী ও স্থানীয়রা। বাড়ছে উৎপাদন খরচ। বিসিক সূত্র জানান, ৫৪ দশমিক ৩৫ একর ভূমিতে গড়ে ওঠে কুমিল্লা বিসিক শিল্পনগরী। এখানে ১৪১টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১৩০টি উৎপাদনে রয়েছে। গত অর্থবছরে প্রায় ৬০০ কোটি টাকার পণ্য উৎপাদন করা হয়েছে। ভাঙা সড়ক ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালবাহী পরিবহনকেও নানান সমস্যার সম্মুখীন হতে হয়। পড়তে হয় দুর্ঘটনার কবলে। সরেজমিনে দেখা যায়, বিসিক কার্যালয়ের একটু পুবে ড্রেনের পানিতে মূল সড়ক ডুবে আছে। এ ময়লাপানি মাড়িয়ে নারী-পুরুষ শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যাচ্ছেন। এ ছাড়া বিসিকে প্রবেশের ১, ২ ও ৩ নম্বর সড়ক ভেঙে আছে। মনে হয় প্রত্যন্ত কোনো গ্রামীণ সড়ক। পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় তা মাটির সড়কে রূপ নিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সড়কটি ২০-২৫ বছর আগে সংস্কার করা হয়েছিল। এ সড়কের শেষ মাথায় ময়নামতি প্রেসের সামনের ড্রেন ডোবা হয়ে আছে। পাবন কোম্পানির সামনেরও একই অবস্থা। সেখানে কচু গাছ জন্মে পরিত্যক্ত স্থানে রূপ নিয়েছে। বিছমিল্লাহ মুড়ি মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ‘বিসিকের সড়ক-ড্রেনের অবস্থা খুবই নাজুক। মানুষের ধারণা জন্মেছে বিসিক একটা জলাবদ্ধ এলাকা। ব্যবসায়ীরা এখানে আসতে চান না। এখানের ব্যবসার অবস্থাও ভালো নয়। আমরা জলাবদ্ধতার কারণে অনেক কষ্ট পাচ্ছি। এ পরিস্থিতির উন্নতি চাই।’ এ ছাড়া তিনি বর্জ্যনিষ্কাশনেরও দাবি জানান। খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ খন্দকার বলেন, ‘কুমিল্লা বিসিক দেশের প্রাচীন প্রতিষ্ঠানের একটি। এখানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বিসিকের ১, ২ ও ৩ নম্বর গেটের সড়কের অবস্থা খারাপ। সড়কে পানি থাকায় আটা, ভুসির ক্রেতা আসেনি।’ কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন বলেন, ‘নগরীর বিভিন্ন অঞ্চলের পানি বিসিক শিল্পনগরী হয়ে নামে। পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিসিক এলাকার রাস্তার কাজ অধিকাংশ সম্পন্ন করা হয়েছে। জাইকার সহযোগিতায় একটি ড্রেনের কাজ চলমান রয়েছে। সিটি করপোরেশনের সহযোগিতায় বড় ড্রেনটির কাজ করা গেলে জলাবদ্ধতার সমস্যা কমে যাবে।’
শিরোনাম
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
- শিক্ষার্থীদের ৫০০ টাকায় বিটিসিএলের ১৫ এমবিপিএস ইন্টারনেটে
- হলোকাস্ট বোর্ড থেকে কমলা হ্যারিসের স্বামীকে বরখাস্ত করলেন ট্রাম্প
- অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন
- ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
- ‘যখন বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি’
- রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
- সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে
- শ্রমিক অসন্তোষে গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
- চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন
- দুবাইয়ে ভালোবাসায় সিক্ত ‘ক্যাফে ২১’
- ‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত’
- মে দিবসে বন্ধ থাকবে বসুন্ধরা সিটি শপিং মল
- বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল