বাগেরহাটের মোরেলগঞ্জে ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়া পর দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বসতঘর ও দুটি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার উত্তর বড়শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- ওই গ্রামের সোহেল শিকদার ও তার ভাই কাইউম। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
মোরেলগঞ্জে থানার ওসি রাজিব আল রশিদ জানান, দুইদিন আগের উত্তর বড়শিবাওয়া গ্রামের একটি মারপিটের ঘটনাকে কেন্দ্র করে দই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে ঘটনাস্থলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পুলিশ ছিল।