টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ৩৫ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে ইউএনও এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবন্ধী সুনাম উদ্দিন ও অনন্ত ভৌমিক বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হওয়ায় একা চলাফেরা করতে পারি না। আর্থিক অনটনের কারণে হুইলচেয়ারও কিনতে পারছিলাম না। এখন কিছুটা হলেও নিজেই চলাফেরা করতে পারবো।’