দেশের বিভিন্ন স্থানে গতকাল বজ্রপাতে এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে গাজীপুর শ্রীপুরে একটি তুলার গুদামে আগুন ধরে যায়। প্রতিনিধিদের খবর-
নেত্রকোনা : বাদাম খেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার সাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাঙামাটি : বিলে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে তানজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূর। গতকাল লংগদু উপজেলার গাঁথাছড়া ১৪ নম্বর বিলে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ : পুকুরে গোসল করার সময় বজ্রপাতে মারা যায় শিক্ষার্থী নিরব (১৪)। গতকাল বন্দর উপজেলার কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিরব ওই এলাকার সৌদি প্রবাসী আফজাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণি শিক্ষার্থী ছিল।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় এ ঘটনা ঘটে।