ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ ‘১ হাজার’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সওজের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ ‘১ হাজার’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ইউএনও ফারজানা রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কয়েকবার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্রতিবারই কয়েক সপ্তাহ না যেতেই স্থানীয় কিছু দুষ্টু চক্র পুনরায় দখল করে।