ঝালকাঠির রাজাপুরে চাঁদা না পেয়ে গৃহবধূর গরু নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বেল্লাল খানকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি রতন দেবনাথ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় চাপের মুখে বেল্লাল ২৬ হাজার ৬০০ টাকা পাওনা আছে মর্মে সাদা কাগজে লিখে নার্গিস বেগমের গরুটি ফেরত দেন। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বেল্লাল বলেন, নার্গিস বেগমের স্বামী আবু বক্কর এবং আমাদের একই এলাকায় বাড়ি। আমি তাকে (আবু বক্কর) ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে ২০ হাজার টাকা উঠিয়ে দিয়েছি। এক কিস্তি দেওয়ার পর আর কিস্তি না দেওয়ায় তারা আমাকে টাকার জন্য চাপ দেয়। টাকা না দেওয়ায় আমি গরু নিয়েছিলাম। সালিশের মাধ্যমে গরু ফেতর দিয়েছি।