নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার পানি ভর্তি খালে পড়ে মিজান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পশ্চিম আইঢাল বানিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানায়, ওই শিশুটি মায়ের সঙ্গে এএনবি-২ ইটভাটা এলাকায় এসেছিল। মায়ের অজান্তেই পানির খালে পড়ে প্রাণ হারায় সে। তারা আরও জানান, এলাকার ইটভাটাগুলো গভীর গর্ত করে মাটি তুলে এমন অনেক বিপজ্জনক গর্ত বানিয়েছে। যেগুলোতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়।