নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন মরাপাতিয়া গ্রামের বেলায়েতের ছেলে জয় ও আবদুল মান্নানের ছেলে শামীম। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ও ৩০টি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।