সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলংজানি দাখিল মাদরাসা থেকে দুই বছর দাখিল পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। জানা গেছে, ২০২৪ সালে মাদরাসাটি থেকে ১২ জন ও ২০২৫ শিক্ষাবর্ষে ১৪ জন পরীক্ষায় অংশ নেয়। এক শিক্ষার্থীর অভিভাবক শহিদুল ইসলাম বলেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি। দুই বছর কেউ পাস করতে না পারা শুধু শিক্ষার্থীদের দোষ নয়, মাদরাসার শিক্ষক ও কর্তৃপক্ষও সমান দায়ী। মাদরাসার সুপার মো. শাহাদত হোসেন জানান, ফলাফল খারাপ হওয়ার পেছনে অনিয়মিত উপস্থিতি ও পাঠদানে আগ্রহের অভাব ছিল। ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, শিক্ষার মানোন্নয়নে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।