চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতার লোকজনের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়ি লক্ষ্য করে শতাধিক ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে ও গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সদর উপজেলার ইসলামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের নেতৃত্বে শতাধিক ককটেল বিস্ফোরণ ও বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাসেল ও পাভেলের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সময় দুই পক্ষের লোকজন প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করে। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ‘চরাঞ্চলের অধিকাংশ মানুষ উচ্ছৃঙ্খল। তাদের গ্রুপিংয়ের কারণে এলাকা প্রায়ই উত্তপ্ত থাকে। গতকাল সকালেও মাঠের মধ্যে দুই গ্রুপ মুখোমুখি হয়েছিল। সেখানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।’