গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুজ্জামান কামরুল শেখ ওরফে কাকনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি উপজেলার কাপাসিয়া উত্তরপাড়া এলাকার মো. আমিনুলের ছেলে।
গতকাল র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণপাড়া এলাকা থেকে এক বছরের সশ্রম দণ্ডপ্রাপ্ত আসামি কাকনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।