নাটোরের সিংড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন ইউএনও মাজহারুল ইসলাম। জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তাদের পুনর্বাসনে ৮৮ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৬৪ হাজার টাকার চেক দেওয়া হয়।