পটুয়াখালী থেকে মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বিকালে র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তার ছালাম হাওলাদার বরগুনার সদর উপজেলার ছোট গৌরিচন্না গ্রামের বাসিন্দা। র্যাব-৮ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ছালাম ও তার সহযোগীরা ইতালি পাঠানোর প্রলোভন দিয়ে মাদারীপুরের দুই যুবকের কাছ থেকে ৩০ লাখ টাকা নেন। পরে তাদের নেপাল নিয়ে আটকে রেখে নির্যাতন করে আরও সোয়া ৩ লাখ টাকা নেন। পরে আরও ৫ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে ওই যুবকরা কৌশলে নেপাল পুলিশের মাধ্যমে দেশে ফিরে তাদের বিরুদ্ধে মামলা করেন।